promotional_ad

হার্শা-ডুলকে ইডেনে নিষিদ্ধ করতে বিসিসিআইকে বেঙ্গল ক্রিকেটের চিঠি

হার্শা ভোগলে (বামে) ও সাইমন ডুল (ডানে), ফাইল ফটো
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ ইডেন গার্ডেন্স স্টেডিয়াম। ঘরের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্সরা এখন পর্যন্ত খেলেছে চারটি ম্যাচ। আর সেই চারটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিততে পেরেছে আজিঙ্কা রাহানের দল। এতে অবাক হয়েছেন আইপিএলের দুই তারকা ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সাইমন ডুল। ঘরের মাঠে নিজেদের দলকে সুবিধা না দেয়ায় কিউরেটরের সমালোচনা করেন তারা। সমালোচনা করায় এই দুই ধারাভাষ্যকারকে যেন ইডেন গার্ডেন্সে কোন ম্যাচেই ধারাভাষ্য দিতে না দেয়া হয়, সেই দাবি ভারতের ক্রিকেট বোর্ডের কাছে করেছে ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।

promotional_ad

সিএবির সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম রেভস্পোর্টস। সেই প্রতিবেদনে বলা হয়, সিএবি মনে করেছে ইডেন গার্ডেন্সের কিউরেটর সুজন মুখার্জি কোনো ভুল করেননি। বরং তিনি বিসিসিআইয়ের নির্দেশনা মেনেই উইকেট বানিয়েছে। নির্দেশনায় বলা আছে, পিচের আচরণ কেমন হবে সে বিষয়ে কোনো ফ্র্যাঞ্চাইজি কিছু বলতে পারবে না। ফলে সেই নির্দেশিকা মেনেই সুজন মুখার্জি ইডেনের পিচ তৈরি করেছেন।


আরো পড়ুন

তামিমের সুস্থতা কামনা করে তিওয়ারি-যুবরাজদের বার্তা, 'জিততেই হবে বন্ধু'

২৪ মার্চ ২৫
যুবরাজ সিং, লাসিথ মালিঙ্গা, তামিম ইকবাল ও মনোজ তিওয়ারি

তবে এ ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোন সিদ্ধান্ত জানায়নি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সিদ্ধান্ত না জানালেও গতকাল ইডেন গার্ডেন্সে হওয়া গুজরাট টাইটান্সের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষের ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন না হার্শা-ডুলরা। ফলে আশঙ্কা করা হচ্ছে, ইডেনে হতে যাওয়া আইপিএলের বাকি ম্যাচগুলোতেও হয়তো দেখা যাবেনা এই দুই ধারাভাষ্যকারকে।


promotional_ad

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য মতে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার আগে, কলকাতা ফ্র্যাঞ্চাইজি থেকে বলা হয়েছিলো, ইডেনে স্পিন বান্ধব উইকেট নির্মানের জন্য। তখন তাতে অসম্মতি জানান পিচ কিউরেটর সুজন মুখার্জি। তার দাবি, আইপিএলের মাঠ ও পিচ প্রস্তুতের দায়িত্ব আয়োজক অ্যাসোসিয়েশনের প্রধান কিউরেটরের। সেটা হবে বিসিসিআই কর্তৃক নিয়োগ পাওয়া ভেন্যুর কিউরেটরের অধীনে। ম্যাচের পিচ ও অনুশীলনের পিচ কেমন হবে, এ বিষয়ে শুধু বিসিসিআই সিদ্ধান্ত নেবে। কোন ফ্র্যাঞ্চাইজির চাওয়ায় তা হবে না।


আর কিউরেটরের এমন মন্তব্যের সমালোচনাই করেছিলেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। ক্রিকবাজের এক অনুষ্ঠানে কথা বলার সময় তিনি দাবি করেন, ফ্র্যাঞ্চাইজিগুলো ঘরের মাঠে বাড়তি সুবিধা পেলে তা আইপিএলকেই সামনের দিকে নিয়ে যাবে।


'ইডেন গার্ডেন্সের কিউরেটর কী বলেছেন, সেটা শুনেছি। আমি কেকেআরের ক্যাম্পে থাকলে তার কথার বিরোধিতা করতাম। আমার চাওয়া হলো, এমন পিচ বানিয়ে দেয়া হোক, যেখানে আমার বোলাররা ম্যাচ জেতাতে পারে। আমার কাছে আইপিএলের মতো টুর্নামেন্টে ঘরের মাঠের সুবিধা নেয়াটা পুরোপুরি বৈধ। এতে টুর্নামেন্ট সামনের দিকে এগিয়ে যাবে। কারণ, তখন প্রতিপক্ষের মাঠে জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সব দলের কাছে।'


হার্শা ভোগলের সঙ্গে সুর মিলিয়ে সাইমন ডুল বলেছিলেন, যেহেতু কলকাতা ইডেন গার্ডেন্সে কোনো বাড়তি সুবিধা পাচ্ছে না কিউরেটর বা পিচ থেকে, তাহলে ফ্র্যাঞ্চাইজিটির উচিত নিজেদের হোমগ্রাউন্ড এখান থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball