গুঞ্জন আছে দলটি ইতোমধ্যে আলোচনা শুরু করেছে সাউথ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি ককের সঙ্গে। যা সামাজিক যোগাযোগমাধ্যমেও বড় আলোচনার জন্ম দিয়েছে। সব মিলিয়ে ৪জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে আলোচনা চলছে ফ্র্যাঞ্চাইজিটির। ক্রিকফ্রেঞ্জিকে দলটির সিনিয়র সহকারী কোচ মাহবুব আলী জাকি জানিয়েছেন সময় এলেই তারা এসব বিস্তারিত জানাবেন।
তিনি ক্রিকফ্রেঞ্জিকে বলেন, 'চারজন ভালো প্লেয়ারের সঙ্গে কথা চলছে—আসলে সঠিকভাবে জানি না (কারা)। তবে কে আসছেন, সেটি আমরা এখনই প্রকাশ করছি না। সবাই এসে গেলে তখন একসঙ্গে জানিয়ে দেয়া হবে। তখন স্বাভাবিকভাবেই বিষয়টি প্রচারিত হবে।'
এরপর ডি ককের কথা জানতে চাইলে তিনি বলেছেন, 'আলাদা করে কিছু ঘোষণা দেওয়ার প্রয়োজন নেই। আর মিডিয়া তো এসব বিষয়ে খুবই দক্ষ—তারা খুব দ্রুত তথ্য সংগ্রহ করে নিতে পারে। এ সব তো সবাই জানে।'
আগেই জানা গেছে ক্যাপিটালসের হয়ে বিপিএল মাতাতে আসছেন পাকিস্তানি অল অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। এর আগেও বিপিএলে খেলেছেন পাকিস্তানি এই তারকা। সিলেট স্ট্রাইকার্সের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি। তবে গত আসরে তাকে দেখা যায়নি। তিনি আবারও বিপিএলে খেলতে আসছেন।
পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারকে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে। দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন টবি রেডফোর্ড। রেডফোর্ড বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ না করলেও কাজ করেছেন বিসিবির এইচপি দলের সঙ্গে।
নিলাম থেকে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি শামীম পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও সাব্বির রহমানের মতো ক্রিকেটারকে নিয়েছে। দলটিতে আছেন নাসির হোসেন, ইরফান শুক্কুর ও মোহাম্মদ মিঠুনের মতো অভিজ্ঞ ক্রিকেটারও। এবার ইমাদকে নিয়ে আরেকটি চমক দেখালো ফ্র্যাঞ্চাইজিটি।
ঢাকা ক্যাপিটালস
সরাসরি চুক্তি: তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলস, ইমাদ ওয়াসিম
নিলাম থেকে নেওয়া স্থানীয় ও বিদেশি ক্রিকেটার: শামীম পাটোয়ারী (৫৬ লাখ), সাইফউদ্দিন (৬৮ লাখ), মোহাম্মদ মিঠুন (৫২ লাখ), তাইজুল ইসলাম (৩০ লাখ), সাব্বির রহমান (২৮ লাখ) , নাসির হোসেন (১৮ লাখ), তোফায়েল আহমেদ (১৮ লাখ), ইরফান শুক্কুর (১৮ লাখ), আব্দুল্লাহ আল মামুন (১৪ লাখ), মারুফ মৃধা (১৪ লাখ), জায়েদ উল্লাহ (১১ লাখ), দাসুন শানাকা (৫৫ হাজার ডলার), জুবাইরউল্লাহ আকবর (২০ হাজার)