promotional_ad

পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে হেসন

ইসলামাবাদের অনুশীলন জার্সিতে মাইক হেসন
চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল পাকিস্তানের প্রধান কোচের পদে থাকছেন না আকিব জাভেদ। সেই গুঞ্জনই সত্যি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে নতুন কোচের জন্য নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পাকিস্তানের গণমাধ্যমের দাবি আকিবকে মেয়াদ দীর্ঘায়িত করার প্রস্তাব দেয়া হয়েছিল। তবে তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি। ফলে নতুন কোচ খুঁজতে হচ্ছে পাকিস্তানকে।

promotional_ad

গত নভেম্বরে গ্যারি কারস্টেনকে সাদা বলের কোচের পদ থেকে সরিয়ে দেয় পিসিবি। সেই সময় এই পেসারের কাঁধে দায়িত্ব তুলে দেয় তারা। এরপর জেসন গিলেস্পিকেও সরিয়ে দেয়া হয় লাল বলের দায়িত্ব থেকে। ফলে তিন ফরম্যাটেই কোচের দায়িত্ব পান পাকিস্তানের সাবেক এই পেসার। তবে তার অধীনে পাকিস্তান দলের পারফরম্যান্সে কোনো উন্নতির ছাপ পড়েনি।


আরো পড়ুন

সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় বাংলাদেশ

৬ ঘন্টা আগে
অনুশীলনে শান্ত-জাকেররা, ক্রিকফ্রেঞ্জি

পাকিস্তানের প্রভাবশালী ক্রিকেট পোর্টার ক্রিকেট পাকিস্তান তাদের এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন মাইক হেসন। নিউজিল্যান্ডের এই সাবেক কোচকেই বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হতে পারে।


promotional_ad

হেসন বর্তমানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে হেসন ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের মধ্যে আলোচনাও চলছে বলে নিশ্চিত করেছে সংবাদ মাধ্যমটি।


এর আগে গত বছরও পিসিবি তার সঙ্গে কথা বলেছিল, কিন্তু পূর্ববর্তী প্রতিশ্রুতির কারণে তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। এবার ব্যাটে-বলে মিলে গেলে পাকিস্তান দলের দায়িত্ব পাচ্ছেন তিনি। পিসিবির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সাবেক প্রধান কোচ সাকলাইন মুশতাককেও বিবেচনা করা হচ্ছিল নতুন প্রধান কোচ হিসেবে।


তবে এই মুহূর্তে হেসনই এগিয়ে রয়েছেন। স্থানীয় কোচদের আগ্রহ না থাকায় আবারও বিদেশি কোচের শরণাপন্ন হতে পারে পিসিবি। তারা নিজের বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করেছে আবেদনকারীদের অবশ্যই লেভেল থ্রি কোচিং সার্টিফিকেট থাকতে হবে এবং আবেদনের শেষ তারিখ ৪ মে।


মাইক হেসন ২০১২ সালের জুলাই মাসে জন রাইটের স্থলাভিষিক্ত হয়ে নিউজিল্যান্ডের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হন। কিউইদের দায়িত্ব ছাড়লেও তিনি কোচিং পেশাতেই ছিলেন। তিনি আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball