promotional_ad

রিশাদের লাহোরকে হেসেখেলে হারাল বাবরের পেশাওয়ার

উইকেটহীন দিন কাটালেন রিশাদ ,ফেসবুক থেকে
লাহোর কালান্দার্সকে পাত্তাই দিলো না পেশাওয়ার জালমি। রিশাদ হোসেন-শাহীন শাহ আফ্রিদির দলকে সাত উইকেটের ব্যবধানে হারিয়েছে বাবর আজমের দল। এ দিন বল হাতে ম্লান ছিলেন রিশাদ। দুই ওভারে ১৮ রান দিলেও উইকেট পাননি তিনি। ব্যাট হাতে করেন ১৩ বলে ১৩ রান।

promotional_ad

১৩০ রানের লক্ষ্যে ব্যাটিং নেমে সাত রানের মধ্যে দুই এবং ৪০ রানের মধ্যে তিন উইকেট হারায় পেশাওয়ার। তবে পাওয়ার প্লে'তে তিন উইকেটে ৫২ রান তোলে দলটি। নবম ওভারে বোলিংয়ে ডাক পড়ে রিশাদের। নিজের প্রথম ওভারে সাত রান দেন এই লেগি।


আরো পড়ুন

রিশাদের স্পিন আর আফ্রিদির পেসে ইসলামাবাদকে উড়িয়ে ফাইনালে লাহোর

২৪ মে ২৫
শাহীন শাহ আফ্রিদি ও রিশাদ হোসেন

ওভারের তৃতীয় বলে এক্সট্রা কাভারে তাকে চার হাঁকান বাবর আজম। এই ওভারে আরো তিনটি সিঙ্গেলস দেন রিশাদ। সবমিলিয়ে দেন সাত রান। ১১তম ওভারে আবারো বোলিং করেন রিশাদ। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে দুই রান দেন তিনি, দ্বিতীয় বলে দেন এক রান। তৃতীয় বলে সিঙ্গেল নেন বাবর।


promotional_ad

চতুর্থ বলটি ওয়াইড লেংথে গুগলি দিয়েছিলেন রিশাদ, সেটিকে কাট করে থার্ড ম্যান সীমানা দিয়ে চার মারেন হুসেইন তালাত। এরপরের দুটি বলে দুই রান ও সিঙ্গেল নেন তালাত। এই ওভারে ১১ রান দেন রিশাদ। দুই ওভারে ১৮ রান খরচ করার পর তাকে আর বোলিংয়ে আনেনি লাহোর।


আরো পড়ুন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে ‘উচ্ছ্বসিত’ সাকিব

২৩ মে ২৫
লাহোর কালান্দার্সের জার্সিতে সাকিব আল হাসান

ততক্ষণে অবশ্য জয়ের কাছাকাছি পৌঁছে যায় পেশাওয়ার। শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে এই লক্ষ্য তাড়া করে দলটি। বাবর ৪২ বলে ৫৬ এবং তালাত ৩৭ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন। দুজনের জুটি ছিল ৯৩ রানের। রিশাদের দলে অধিনায়ক আফ্রিদি ২২ রান খরচায় দুই উইকেট নেন, একটি উইকেট নেন হারিস রউফ।


এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৯.২ ওভারে ১২৯ রান করে লাহোর। নিয়মিত বিরতিতে উইকেট পতনের দিনে সিকান্দার রাজার ৩৭ বলে ৫২ রানের ইনিংসে এই সংগ্রহ গড়েছে লাহোর। এ ছাড়া আর কেউই তেমন সুবিধা করতে পারেননি। এই ম্যাচ হারলেও পয়েন্ট তালিকায় তিন নম্বরে আছে লাহোর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball