ধোনির নেতৃত্বে খেলতে না পারার আফসোস সূর্যকুমারের
ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, মহেন্দ্র সিং ধোনির অধীনে খেলার সুযোগ না পাওয়া তার ক্যারিয়ারে একটি আফসোস হয়ে থাকবে। ‘জেইটো কানেক্ট ২০২৫’ অনুষ্ঠানে অংশ নিয়ে এমনটা জানান তিনি।
ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, মহেন্দ্র সিং ধোনির অধীনে খেলার সুযোগ না পাওয়া তার ক্যারিয়ারে একটি আফসোস হয়ে থাকবে। ‘জেইটো কানেক্ট ২০২৫’ অনুষ্ঠানে অংশ নিয়ে এমনটা জানান তিনি।
মাত্র এক মাস আগে শেষ হয়েছে দা হান্ড্রেডের চলতি বছরের আসর। এরই মধ্যে পরের মৌসুমের প্রস্তুতি নিতে শুরু করেছে লন্ডন স্পিরিট। হতাশাজনক পারফরম্যান্স পেছনে ফেলে দলে বড় পরিবর্তন এনেছে তারা। নতুন কোচ হিসেবে দলে নিয়োগ দিয়েছে অ্যান্ডি ফ্লাওয়ারকে। তিনি জাস্টিন ল্যাঙ্গারের জায়গায় দায়িত্ব নিচ্ছেন।
আইএল টি-টোয়েন্টির নিলাম থেকে দল পেয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। সাকিবকে দলে ভিড়িয়েছে এমআই এমিরেটস। আর তাসকিনকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স।
আগেই জানা গেছে আসন্ন বিগ ব্যাশে খেলবেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তবে তাকে কত ম্যাচের জন্য পাওয়া যাবে তা নিয়ে কোনো নিশ্চয়তা ছিল না। এবার জানা গেছে পুরো মৌসুমের জন্য বিগ ব্যাশে খেলার প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার।
আন্তর্জাতিক লিগ টি–টোয়েন্টির (আইএলটি২০) আসন্ন আসরে দল পেয়েছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। দুজনই নিলামের শুরুর দিকে অবিক্রীত ছিলেন, তবে শেষ মুহূর্তে জায়গা করে নেন দুই ফ্র্যাঞ্চাইজিতে।
আইএল টি-টোয়েন্টির নিলাম অনুষ্ঠিত হচ্ছে আজ (১ অক্টোবর)। এর আগে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ক্রিকেটাররা নিলামের জন্য নিজেদের নাম নিবন্ধন করার সুযোগ ছিল। সেখানে নাম দিয়েছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। তবে নিলামে শুরুতে তাকে নেয়নি কোনো দল। দ্বিতীয় ডাকে তাকে দলে নিয়েছে দলে নিয়েছে এমআই এমিরেটস। আর তাসকিন আহমেদকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স।
গত ৩০ আগস্ট রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন রাহুল দ্রাবিড়। এবার জানা গেল, পুনরায় দলটির প্রধান কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন কুমার সাঙ্গাকারা। ইতোমধ্যেই অনানুষ্ঠানিকভাবে আইপিএলের আগামী আসরের জন্য দলটিকে নিয়ে পরিকল্পনা শুরু করেছেন শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক।
বিগ ব্যাশ লিগে (বিবিএল) ইতিহাসের সবচেয়ে বড় বিদেশি চুক্তি সম্পন্ন করেছে সিডনি থান্ডার। ভারতের সাবেক অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ২০২৫ সালের জানুয়ারিতে ক্লাবটির হয়ে মাঠে নামবেন।
শ্রীলংকার বিপক্ষে ৬১ রানের ইনিংস খেলে বাংলাদেশের জয়ে বড় ভুমিকা রাখেন সাইফ হাসান। ক্রিকেট বোদ্ধাদের বন্দনা মিলেছিল অনেক, নুয়ান থুসারাকে ফ্লিকে ছক্কা হাকানোর শটটি দেখে তার ভক্ত বনে গিয়েছিলেন অনেকেই। আন্তর্জাতিক অঙ্গনে বেশ সমাদৃত হয়েছিল সাইফের সেই ইনিংস।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসর নেয়ার সময়ই বিশ্বের অন্য লিগে খেলার কথা জানিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। দেশের ও আইপিএলের বাইরে ডানহাতি স্পিনারের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার শুরুটা হতে যাচ্ছে আইএল টি-টোয়েন্টি দিয়ে। সংযুক্ত আরব আমিরাতের সেই টুর্নামেন্টর পাশাপাশি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশেও দেখা যাবে তাকে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) না খেলে বিগ ব্যাশে খেলার জন্য অনাপত্তিপত্র চেয়েছেন রিশাদ হোসেন। ক্যারিয়ারের উন্নতির জন্য এমনটা চেয়েছেন এই লেগস্পিনার। তার চাওয়াকে প্রাধান্য দিয়ে বিগ ব্যাশের পুরো মৌসুমের জন্য তাকে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকফ্রেঞ্জিকে এই বিষয়টি নিশ্চিত করেছে বোর্ডের একটি সূত্র।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ১৩তম আসরে শিরোপা ঘরে তুলেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে তিন উইকেটে হারিয়েছে নিকোলাস পুরানের দল।