৯ জানুয়ারি বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ দিয়ে পর্দা উঠবে নারী আইপিএলের চতুর্থ আসরের। টুর্নামেন্ট শুরুর আগে স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ ও শ্রেয়াঙ্কা পাতিলের সঙ্গে অস্ট্রেলিয়ার পেরিকেও রিটেইন করে বেঙ্গালুরু। আইপিএলের সবশেষ তিন আসরেই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছেন তারকা এই অলরাউন্ডার। বেঙ্গালুরুর প্রথম শিরোপা জয়ে বড় অবদানও রেখেছিলেন তিনি।
এখনো পর্যন্ত তিন মৌসুমে ২৫ ম্যাচে ৬৪.৮০ গড় ও ১৩২.৯৬ স্ট্রাইক রেটে ৯৭২ রান করেছেন পেরি। সেঞ্চুরি না পেলেও ৮টি হাফ সেঞ্চুরি আছে তাঁর। এ ছাড়া বল হাতে ১৪ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা। নারী আইপিএলের ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। পেরির চেয়ে বেশি রান আছে কেবল ন্যাট সিভার ব্রান্টের (১ হাজার ২৭ রান)। পেরির জায়গায় সাইলি সাটঘারেকে দলে নিয়েছে বেঙ্গালুরু।
এখনো পর্যন্ত ভারতের হয়ে তিনটি ওয়ানডে খেলে তিন উইকেট নিয়েছেন পেস বোলিং এই অলরাউন্ডার। ভিত্তিমূল্য ৩০ লাখ রুপিতে তাকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজি। দুই মৌসুমে গুজরাট জায়ান্টসের হয়ে চারটি ম্যাচ খেলেছেন সাইলি। এক উইকেট নেয়া ভারতীয় অলরাউন্ডার করেছেন ২০ রান। পেরির মতো সাদারল্যান্ডকে ২ কোটি ২০ লাখ রুপিতে রিটেইন করেছিল দিল্লি।
গত দুই মৌসুমেই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছেন তিনি। প্রথম মৌসুমে খেলেছিলেন গুজরাটের হয়ে। দুইটি ফ্র্যাঞ্চাইজির হয়ে পেস বোলিংয়ে ১৩ উইকেট নেয়া সাদারল্যান্ড ১৫০ রান করেছেন। অস্ট্রেলিয়ান তারকা বদলি হিসেবে অ্যালানা কিংকে দলে টেনেছে দিল্লি। ২০২৫ সালে ইউপি ওয়ারিয়র্সের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন কিং। জাতীয় দলের হয়ে নিয়মিত খেললেও আইপিএলে সেভাবে সুযোগ পাননি তিনি।
সাম্প্রতিক সময়ে বল হাতে দারুণ ছন্দে আছেন কিং। কদিন আগেই শেষ হওয়া নারী বিগ ব্যাশে পার্থ স্কচার্সের হয়ে ১৩ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন ডানহাতি এই লেগ স্পিনার। ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি পার্থ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের জন্য যুক্তরাষ্ট্রের স্কোয়াডে ডাক পাওয়ায় নারী আইপিএল খেলা হচ্ছে না তারা নরিসের।
কদিন আগে হওয়া নিলাম থেকে মাত্র ১০ লাখ রুপিতে তাকে দলে নেয় ইউপি ওয়ারিয়র্স। এর আগে ২০২৩ সালে দিল্লির হয়ে পাঁচ ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন তারা। একই ভিত্তিমূল্যে অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার শার্লি নটকে দলে নিয়েছে ইউপি। জাতীয় দলের হয়ে না খেললেও বিগ ব্যাশের ছয় মৌসুম খেলেছেন তিনি। যেখানে দুইটি সেঞ্চুরিও আছে শার্লির।