জাতীয় দলে ফিরতে ‘নিজ খরচে’ সাব্বিরের অনুশীলন
বাংলাদেশের ক্রিকেটের পুরোটাই যেন ঢাকা কেন্দ্রিক। দেশের সব বিভাগে ‘পর্যাপ্ত’ অনুশীলন সুবিধা না থাকায় মিরপুরে লেগে থাকে ‘অনুশীলনজট’। জাতীয় দলের পাশাপাশি হাইপারফরম্যান্স, বাংলাদেশ ‘এ’ দল, যুব দল কিংবা নারীদের ক্রিকেটের অনুশীলন সবই মিরপুরের সেই একাডেমি মাঠে। সবশেষ কয়েক বছরে অবশ্য চিত্র খানিকটা বদলাতে শুরু করেছে। তবে জাতীয় দলের বাইরে লেগে মিরপুরে যেন অচেনা হয়ে উঠে ক্রিকেটারদের জন্য।