বিপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজির আগ্রহের কেন্দ্রে রয়, নাম আছে ডি ককেরও

ফ্র্যাঞ্চাইজি লিগ
বিপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজির আগ্রহের কেন্দ্রে রয়, নাম আছে ডি ককেরও
জেসন রয় ও কুইন্টন ডি কক, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের জন্য তাসকিন আহমেদকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। ডানহাতি এই পেসারের পর সাইফ হাসানকেও দলে টেনেছে তারা। ড্রাফটের আগে দুই কিংবা তিনজন দেশি ক্রিকেটারকে দলে নেয়ার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই সুযোগে কাজে লাগিয়ে তাসকিন ও সাইফের সঙ্গে সরাসরি চুক্তি করেছে ঢাকা।

বিপিএলের গত আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানা কিনেছিল রিমার্ক হারল্যান। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন রুপালি পর্দার তারকা শাকিব খান। প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত থাকায় সেবার প্লেয়ার্স ড্রাফটের পাশাপাশি মাঠে বসেও খেলা দেখেছেন ঢাকার সিনেমার মেগাস্টার। আগামী পাঁচ মৌসুমের জন্যও মালিকানা ধরে রেখেছে তারা।

নতুন দলগুলোর নাম পরিবর্তন হলেও গত আসরের মতো এবারও ঢাকা ক্যাপিটালস নামেই খেলবে ফ্র্যাঞ্চাইজি। মালিকানা পেয়েই দল গোছাতে ব্যস্ত সময় পার করছে তারা। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকায় ড্রাফটের আগেই তাসকিন ও সাইফের সঙ্গে চুক্তি সেরে রাখল ঢাকা।

বিশ্বস্ত সুত্রে জানা গেছে, বিদেশি ক্রিকেটারদের মধ্যে জেসন রয়কে দলে পেতে চায় ঢাকা। আলোচনা ইতোমধ্যেই অনেক দূর গড়িয়েছে। সিলেট টাইটান্সও রয়কে দলে নেয়ার আগ্রহ দেখিয়েছে, যদিও তাদের সঙ্গে ইংল্যান্ডের সাবেক ওপেনারের বনিবনা হয়নি।

রয় ছাড়াও সাউথ আফ্রিকার উইকেটরক্ষক ওপেনার কুইন্টন ডি কককে দলে চায় ঢাকা। তার সঙ্গেও চলছে আলোচনা। যদিও এই দুজনের কারো সঙ্গেই এখনো চুক্তি স্বাক্ষর করেনি ঢাকা।

বিপিএলের গত আসরে ঢাকার হয়ে খেলেছেন তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমানের মতো ক্রিকেটাররা। তবে পুরো টুর্নামেন্ট জুড়ে একেবারেই ভালো করতে পারেনি তারা। থিসারা পেরেরার নেতৃত্ব গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েন খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা।

আরো পড়ুন: জেসন রয়