তামিম বেশ কয়েকমাস আগে হৃদরোগে আক্রান্ত হন। বিপিএল না খেলার পেছনে সেই কারণটি থাকতে পারে বলে সেই সুত্র জানিয়েছে। এবারের বিপিএলে থাকছে না তামিমের গত দুই আসরের দল ফরচুন বরিশালও। আগামী পাঁচ বছরের জন্য বিপিএলে দেখা যাবে না তাদের।
তামিমের অধীনে গত দুই মৌসুম চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি। ২০২৩ সালের বিপিএলে ৪৯২ রান করে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও হয়েছিলেন তামিম। গত আসরেও ৪১৩ রান করেছেন সাবেক এই ওপেনার।
বিপিএল ক্যারিয়ার বেশ বর্ণীল তামিমের। ভিন্ন ভিন্ন সাতটি ফ্র্যাঞ্চাইজির অধীনে খেলতে দেখা গেছে তাদের। বিপিএল ক্যারিয়ারে তিন হাজার ৮৩৫ রান করেছেন তামিম। ৩২ টি-হাফ সেঞ্চুরির পাশাপাশি দুটি সেঞ্চুরিও করতে দেখা গেছে তাকে।