৪৮ ঘণ্টায় ক্রিকেটারদের পারিশ্রমিক সমস্যা সমাধানের আশ্বাস বিসিবির
বিপিএল মানেই যেন ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমস্যা। ২০১২ সালে শুরু হওয়া টুর্নামেন্টের বেশিরভাগ আসরেই প্রশ্ন উঠেছে ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে। চলমান আসরে সেটার প্রকোপ যেন বেড়েছে। চুক্তি অনুযায়ী পারিশ্রমিক না পেয়ে পুরো দলের অনুশীলন বর্জন, দল ছেড়ে বাসায় চলে যাওয়া কিংবা পারিশ্রমিক না পেয়ে ম্যাচের দিন বিদেশি ক্রিকেটারের হোটেলে বসে থাকার মতো ঘটনাও ঘটেছে। এত কিছু ঘটে যাওয়ার পর ৪৮ ঘণ্টার মাঝে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে বিসিবি।