বিপিএলে খেলতে আসছেন ইফতিখার আহমেদ

বিপিএল
বিপিএলে খেলতে আসছেন ইফতিখার আহমেদ
ইফতিখার আহমেদ, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরকে সামনে রেখে নিলামের আগেই দলে দুই বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়ায় রংপুর রাইডার্স। নতুন করে দলটিতে যোগ দিয়েছেন ইফতিখার আহমেদ। বিপিএলের গত আসরেও দলটির হয়ে খেলে গেছেন পাকিস্তানের এই অলরাউন্ডার।

গত আসরে রংপুরের হয়ে ১২ ম্যাচ খেলেন ইফতিখার। প্রায় ৪৪ গড়ে ৩০৫ রান আসে তার ব্যাটে। মিডল অর্ডারে ১২০ এর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি। এ ছাড়া বোলিংয়ে নেন পাঁচ উইকেট। তার আগে ২০২৩ সালের বিপিএলে খেলেন এই পাকিস্তানি।

এবারের বিপিএলে বেশ শক্তিশালী দল গঠন করেছে রংপুর রাইডার্স। দলটির বিদেশি ক্রিকেটার হিসেবে ইফতিখার ছাড়াও রয়েছেন খাওয়াজা নাফে, ফাহিম আশরাফ ও সুফিয়ান মুকিম।

এদিকে বিপিএলের আগামী মৌসুমে রংপুর রাইডার্সের জার্সিতে খেলতে দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে। নিলামের আগে সরাসরি চুক্তিতে বাঁহাতি পেসারকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

নাফে বিপিএলের গত আসরে চট্টগ্রাম কিংসের হয়ে খেলেছেন। আর মুকিম এর আগে বিপিএলে খেলেননি। আর নিলামের পর দলে নেয়া ফাহিম বিপিএলের গত আসরেও বরিশালের হয়ে খেলে গেছেন।

বিপিএলে এখনো রংপুরকে শিরোপা জেতাতে না পারলেও নেতৃত্বগুণে সবার মন জিতে নিয়েছেন নুরুল হাসান সোহান। ধারণা করা হচ্ছে, টুর্নামেন্টের আগামী আসরেও রংপুরের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে। নিলামে লিটন দাসকেও দলে নেয় রংপুর।

রংপুর রাইডার্স—

সরাসরি চুক্তি— নুুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, খাওয়াজা নাফে ও সুফিয়ান মুকিম।

নিলাম থেকে— লিটন দাস, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, মৃত্যুঞ্জয় চৌধুরি, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদউল্লাহ রিয়াদ, আব্দুল হালিম, মেহেদী হাসান সোহাগ, এমিলিও গে, মোহাম্মদ আখলাক।

নিলামের পর- ফাহিম আশরাফ, ইফতিখার আহমেদ।

আরো পড়ুন: ইফতিখার আহমেদ