
‘ইংল্যান্ডের দরজা বন্ধ’, মেনে নিয়েছেন অ্যান্ডারসন
লাল বলের ক্রিকেটে বিশ্বের সবচেয়ে সফল বোলার। সামনে ছিল একমাত্র পেসার হিসেবে ১ হাজার উইকেটের মাইলফলক ছোঁয়ার। তবে পরিবর্তির পরিস্থিতিতে এর আগেই থামতে হয়েছে জেমস অ্যান্ডারসনকে। আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা না গেলেও আরেকটি মৌসুমে তাকে খেলতে দেখা যাবে কাউন্টিতে।