‘আমার কাজ পারফর্ম করা, বাকিটা নির্বাচকদের হাতে’

ঘরোয়া
‘আমার কাজ পারফর্ম করা, বাকিটা নির্বাচকদের হাতে’
রাকিবুল হাসান, বিসিবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আবু হায়দার রনির সেঞ্চুরির বিপরীতে দ্বিতীয় দিনেই ৫ উইকেট নিয়ে রেখেছিলেন রাকিবুল হাসান। বাঁহাতি স্পিনার তৃতীয় দিনে নিলেন আরও চারটি। সিলেট বিভাগের বিপক্ষে ১৬৮ রানে ৯ উইকেট নিয়েছেন ময়মনসিংহ বিভাগের এই স্পিনার। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডে এমন বোলিংয়ের পর রাকিবুল জানালেন, ভালো পারফরম্যান্স করার জন্য যা যা করা প্রয়োজন তিনি সেটাই করছেন। জাতীয় দলে সুযোগ পাবেন কিনা সেটা পুরোপুরি নির্বাচকদের হাতে।

সবশেষ কয়েক বছরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছেন রাকিবুল। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সবশেষ আসরে আবাহনী লিমিটেডের হয়ে খেলেছেন বাঁহাতি এই স্পিনার। আকাশি নীলদের চ্যাম্পিয়ন করতে ১৬ ইনিংসে ৩০ উইকেট নিয়েছিলেন রাকিবুল। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি এইচপি, বাংলাদেশ ‘এ’ দলের জার্সিতেও বল হাতে আলো ছড়িয়েছেন তিনি। ঘরোয়াতে পারফর্ম করলেও এখনো জাতীয় দলে সুযোগ হয়নি রাকিবুলের।

অন্যান্য টুর্নামেন্টের মতো এনসিএলের চলতি আসরটাও ভালোভাবেই শুরু হয়েছে তাঁর। সিলেটের বিভাগে এক ইনিংসে একাই ৯ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে ইনিংসে ৯ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন রাকিবুল। তরুণ স্পিনারের আগে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে ৯ উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক, সানজামুল ইসলাম, সাকলাইন সজিব ও মোশারফ হোসেন রুবেল।

দুইবার ৯ উইকেট নেয়ার রেকর্ড আছে রাজ্জাকের। ২০১২ ও ২০১৪ সালে খুলনা বিভাগের হয়ে ৯টি করে উইকেট নিয়েছিলেন সাবেক এই স্পিনার। ময়মনসিংহ বিভাগের হয়ে ৯ উইকেট পাওয়ার দিনে রাকিবুল জানান, জাতীয় দল নিয়ে চিন্তা করছেন না। তবে জাতীয় দলে খেলতে যে ধরনের পারফরম্যান্স করা প্রয়োজন সেটা করার চেষ্টা করছেন তিনি।

রাকিবুল বলেন, ‘আমি এতদূর (জাতীয় দল) চিন্তা করি না। আমি সবসময় বলে থাকি আমি টিম প্লেয়ার। আমি যখন যেই দলের জন্য খেলি সেরাটা দেয়ার চেষ্টা করি। এটাই আমার কাজ। আমার কাজ পারফরম্যান্স করা এবং পারফরম্যান্সের জন্য যা যা করার প্রয়োজন সব চেষ্টা করছি। জাতীয় দলের কথা হলো যারা দায়িত্বে আছে নির্বাচকরা এটা তাদের হাতে। আমার কাজ হলো পারফরম্যান্স করা, এটা করতেছি আলহামদুলিল্লাহ।’

২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন রাকিবুল। বাঁহাতি স্পিনারের সঙ্গে বিশ্বকাপ খেলেছিলেন তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারিরা। তারা সবাই জাতীয় দলের হয়ে খেললেও এখনো সুযোগ মেলেনি রাকিবুলের। যদিও এসব নিয়ে আক্ষেপ নেই বাঁহাতি এই স্পিনারের। বরং রাকিবুল জানালেন, সতীর্থদের ভালো খেলতে দেখলে তাঁর ভালো লাগে।

এ প্রসঙ্গে রাকিবুল বলেন, ‘অবশ্যই, অনুপ্রাণিত করে কারণ ওরা-আরা একসাথে ছিলাম। অনেকে আছে আমার ব্যাচের। সুতরাং ওদের জন্য দোয়া করি সবসময়। যখন খেলা হয় খেলাও দেখি। আলহামদুলিল্লাহ ওরা ভালো করতেছে, দেখে ভালো লাগে।’

আরো পড়ুন: রাকিবুল হাসান