নাইম-রবিনের জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ময়মনসিংহ-
কক্সবাজারের একাডেমী মাঠে রংপুরের বিপক্ষে শুরু থেকেই দাপট দেখান রবিন এবং নাইম। দুজন মিলে ওপেনিং জুটিতেই গড়েন ২২০ রান। দুজনই তুলে নেন দৃষ্টিনন্দন সেঞ্চুরি। এই জুটি ভাঙেন মোহাম্মদ আবু হাসিম। তার গুড লেংথের বলে লফটেড শট খেলতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে বিদায় নেন নাইম।
৯টি চার ও দুটি ছক্কায় ১৬৩ বলে ১১১ রান করে বিদায় নেন নাইম। তারপর ৪৯ রানের জুটি গড়েন রবিন এবং আইচ মোল্লা। ২২৮ বলে ১৩টি চার এবং দুটি ছক্কায় ১২৭ রান করে জাহিদ জাভেদের বলে বোল্ড হয়ে ফিরে যান রবিন।
আইচ এবং আব্দুল মজিদ দিনের বাকিটা সময় নিরাপদে পার করেন। আইচ ৭৯ বলে ২৩ এবং মজিদ ২৬ বলে আট রানে অপরাজিত থাকেন। আলোকসল্পতার জন্য এ দিন ৮২ ওভার খেলা হয়।
সাদিকুরের সেঞ্চুরি, মুমিনুলের হাফ সেঞ্চুরি-
কক্সবাজার ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে ওপেনিং জুটিতে ৮৯ রান তোলেন সাদিকুর এবং মাহমুদুল হাসান জয়। ৮৬ বলে ৩৫ রান করে ফিরে যান জয়। তার উইকেটটি নেন শামসুর রহমান শুভ। তারপর ১৪৩ রানের জুটি গড়েন সাদিকুর ও মুমিনুল হক।
আটটি চার এবং পাঁচটি ছক্কায় ১২২ রান করে সাদিকুর ফিরলেও মুমিনুল ৮৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। শাহাদাত হোসেন দিপু (২) এবং ইয়াসির আলী রাব্বি (৮) দ্রুত ফেরায় শেষ বিকেলে কিছুটা বিপদে পড়ে চট্টগ্রাম। মুমিনুলের সঙ্গে শুন্য রানে অপরাজিত থাকেন ইরফান শুক্কুর।