লাল বলের ক্রিকেটেও নাহিদের একই এনার্জি ‘চান’ শাহীন আফ্রিদি
নাহিদ রানার প্রতি ঘণ্টায় ১৪০.৬ কিলোমিটার গতির লেংথ ডেলিভারিতে জায়গায় দাঁড়িয়ে ডিফেন্স করলেন শাহীন শাহ আফ্রিদি। ডানহাতি পেসারের বলটা খেলার পরোক্ষণেই আরও একবার ব্যাটিং শ্যাডো করে নিলেন তিনি। নাহিদের গতিময় ডেলিভারিটা খেলা যে সহজ ছিল না সেটাই যেন বোঝানোর চেষ্টা করলেন শাহীন আফ্রিদি। তখনই হাসতে হাসতে পাকিস্তানের তারকার দিকে এগিয়ে যাচ্ছিলেন নাহিদ।