বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি চূড়ান্ত, সব ম্যাচ লাহোরে

ছবি: হাত মেলাচ্ছেন বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা, আইসিসি

বুধবার এই সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সূচি অনুযায়ী সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ২৮ মে। একদিনের বিরতি দিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ৩০ মে। আর সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে পহেলা জুন।
সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের পুঁজি ১৬২
৩০ মিনিট আগে
সবগুলো ম্যাচই রাখা হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা তৈরি হয়। বিসিবি সভাপতি ফারুক আহমেদও সফরটি নিয়ে নিশ্চিত ছিলেন না।

পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
৬ ঘন্টা আগে
যদিও দুই দেশের সমঝোতায় যুদ্ধ বিরতি হওয়ায় আবারও আলোর মুখ দেখতে শুরু করে সিরিজটি। প্রাথমিকভাবে ২৫ মে ফয়সালাবাদে শুরু হওয়ার কথা ছিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
যদিও পিএসএল পিছিয়ে যাওয়ায় সিরিজটিও পেছাতে হয়েছে পিসিবিকে। ২৫ মে লাহোরে হবে পিএসএলের স্থগিত হওয়া আসরের ফাইনাল। নতুন সূচি অনুযায়ী অনুযায়ী পিএসএল শেষ হওয়ার দুদিন পরই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে পাকিস্তান দলকে।