promotional_ad

ছিটকে গেলেন সৌম্য, পাকিস্তান সিরিজের দলে মিরাজ

সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ, বিসিবি
আগেই জানা গেছে পিঠের চোটে ভুগছেন সৌম্য সরকার। এ কারণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি তিনি। এবার জানা গেছে পাকিস্তান সিরিজেও খেলা হচ্ছে না তার।

promotional_ad

তার বদলি হিসেবে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরাজ বর্তমানে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে খেলতে পাকিস্তানেই অবস্থান করছেন।


আরো পড়ুন

সৌম্যর ১৫৩* রানের পর রূপগঞ্জের বিশাল জয়

২৩ এপ্রিল ২৫
তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার, ক্রিকফ্রেঞ্জি

এদিকে বিসিবির পাঠানো এক বিবৃতিতে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম বলেছেন, 'চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে, এই আঘাত সেরে উঠতে তার প্রায় ১০ থেকে ১২ দিন সময় লাগবে। ফলে আগামী সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তিনি খেলতে পারবেন না।'


promotional_ad

দুদিন আগেই পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত হয়েছে। সূচি অনুযায়ী সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ২৮ মে। একদিনের বিরতি দিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ৩০ মে। আর সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে পহেলা জুন।


আরো পড়ুন

সাকিব-মিরাজের সঙ্গে পিএসএল খেলতে ফের পাকিস্তানে রিশাদ

৮ ঘন্টা আগে
সাকিব-মিরাজের সঙ্গে পিএসএল খেলতে পাকিস্তানে পৌঁছেছেন রিশাদ হোসেন, ফেসবুক থেকে নেয়া

ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা তৈরি হয়। যদিও দুই দেশের সমঝোতায় যুদ্ধ বিরতি হওয়ায় আবারও আলোর মুখ দেখতে শুরু করে সিরিজটি। প্রাথমিকভাবে ২৫ মে ফয়সালাবাদে শুরু হওয়ার কথা ছিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।


যদিও দুই বোর্ডের আলোচনায় দুটি ম্যাচ কমিয়ে তিন ম্যাচের সিরিজ চূড়ান্ত করা হয়েছে। পিএসএল পিছিয়ে যাওয়ায় সিরিজটি বাধ্য হয়েই পেছাতে হয়েছে পিসিবিকে। ২৫ মে লাহোরে হবে পিএসএলের স্থগিত হওয়া আসরের ফাইনাল। নতুন সূচি অনুযায়ী অনুযায়ী পিএসএল শেষ হওয়ার দুদিন পরই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে পাকিস্তান দলকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball