বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, বাংলাদেশ-পাকিস্তানের পয়েন্ট ভাগাভাগি
টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ হয়ে গেছে। আজ বাংলাদেশ নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামার কথা ছিল পাকিস্তানের বিপক্ষে। এই ম্যাচে জিতলেও বাংলাদেশের বড় কোনো প্রাপ্তি হতো না, হারলেও বড় কোনো অপ্রাপ্তি থাকতো না। তবে এই ম্যাচ জিতে টুর্নামেন্ট শেষ করতে চেয়েছিল বাংলাদেশ-পাকিস্তান দুই দলই।