পিএসএলে লিটনদের অধিনায়ক ওয়ার্নার
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল করাচি কিংস এবারের আসরের জন্য ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছে। আক্রমণাত্মক ব্যাটিংয়ের সঙ্গে এবার তার ক্ষুরধার মস্তিষ্কের অধিনায়কত্ব দেখা যাবে এবারের পিএসএলে।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল করাচি কিংস এবারের আসরের জন্য ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছে। আক্রমণাত্মক ব্যাটিংয়ের সঙ্গে এবার তার ক্ষুরধার মস্তিষ্কের অধিনায়কত্ব দেখা যাবে এবারের পিএসএলে।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট হয়েছে গত ১৩ জানুয়ারি। সেখানেই এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছিলেন। গতির ঝড় তুলে আলোচনায় আসা নাহিদ রানাকে গোল্ড ক্যাটাগরি থেকে দলে ভিড়িয়েছিল পেশোয়ার জালমি। সিলভার ক্যাটাগরিতে থাকা লিটনকে দলে নেয় করাচি কিংস।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট হয়েছে গত ১৩ জানুয়ারি। সেখানেই এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছিলেন। গতির ঝড় তুলে আলোচনায় আসা নাহিদ রানাকে গোল্ড ক্যাটাগরি থেকে দলে ভিড়িয়েছিল পেশোয়ার জালমি। সিলভার ক্যাটাগরিতে থাকা লিটনকে দলে নেয় করাচি কিংস।
হাসান নাওয়াজের সেঞ্চুরিতে আগের দিন ২০৫ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল পাকিস্তান। জ্যাকব ডাফি-জাকারি ফোকসদের তোপের সামনে এবার আর ২২১ রানের লক্ষ্য তাড়া করতে পারল না পাকিস্তান। ১৬.২ ওভারে মাত্র ১০৫ রানে অল আউট হলো সালমান আঘার দল। ১১৫ রানে ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল নিউজিল্যান্ড। সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল তারা।
২০২৬ সালে আবারও বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আসন্ন আসরের আয়োজক আবার উপমহাদেশের দুই দেশ ভারত ও শ্রীলংকা। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে হবে বিশ্বকাপটি। তাই তো এখন থেকেই দলগুলো নিজেদের সেভাবেই প্রস্তুত করতে উঠে পড়ে লেগেছে।
অভিষেকের প্রথম দুই ম্যাচেই শূন্য, আর এরপরই অনবদ্য এক সেঞ্চুরি! ২২ বছর বয়সী তরুণ ওপেনার হাসান নাওয়াজের এই সেঞ্চুরিতেই নিউজিল্যান্ডের ছুঁড়ে দেয়া ২০৫ রানের লক্ষ্য তাড়া করেছে পাকিস্তান। অকল্যান্ডে ৯ উইকেটের জয় পেল সালমান আঘার দল। পাঁচ ম্যাচ সিরিজে এটিই পাকিস্তানের প্রথম জয়, আগের দুটি জিতেছে কিউইরা।
সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। নিজেদের মাঠে টুর্নামেন্ট খেলেও সুবিধা করতে পারেনি দলটি। ব্যর্থতার পর দেশটির সাবেক ক্রিকেটাররা কড়া সমালোচনা করছেন পাকিস্তান দলের। এবার এই যাত্রায় যুক্ত হয়েছেন শহীদ আফ্রিদিও।
ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজেভাবে হেরে বাদ পড়েছে পাকিস্তান। এরপর নিউজিল্যান্ড সফরের দলে আমূল পরিবর্তন এনেছে দলটি। যদিও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচেই হেরেছে সালমান আঘার দল। আপাতত ১০-১৫ ম্যাচ তাদের সুযোগ দিতে বলছেন হারিস রউফ।
পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতেই জয় পেয়েছে নিউজিল্যান্ড। দুই ম্যাচেই দুর্দান্ত বোলিং করে বোলারদের র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন জ্যাকব ডাফি। আর তাতেই ক্যারিয়ারসেরা দ্বাদশতম স্থানে উঠে এসেছেন এই কিউই পেসার।
পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বোর্ডের আয়োজিত ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে অংশ না নিয়ে ক্লাব ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তার এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক পেসার সিকান্দার বখত। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে মাত্র ৯১ রানে অল আউট হয়ে যাচ্ছেতাই ভাবে হেরেছিল সালমান আঘার দল। ডানেডিনে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও দলটি হারল পাঁচ উইকেটে। কিউই পেসারদের দাপটের সামনে এ দিন টিকতেই পারেনি পাকিস্তানের ব্যাটাররা।
পাকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তার নামের পাশে যুক্ত করা হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আইসিসি কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের দায়ে তাকে এই শাস্তি দেয়া হয়েছে।