এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে কিনা জানালেন নাকভি

ছবি: মহসিন নাকভি ও আমিনুল ইসলাম বুলবুল

যদিও এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি এই সভায়। তবে এসিসি সভাপতি মহসিন নাকভি আশাবাদী দ্রুতই এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। এবারের এশিয়া কাপের আয়োজক মূলত ভারত। তবে আয়োজন করা হতে পারে ভারতের বাইরে। এই ব্যাপারেও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
ভারতকে রাজি করিয়ে বুলবুল বললেন, ‘ক্রিকেটের স্বার্থে সবাই যোগ দিচ্ছে’
২৩ জুলাই ২৫
এই ব্যাপারে ভারতের সঙ্গে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন নাকভি। এসিসির সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, 'এটা নিয়ে আমরা বিসিসিআইয়ের সঙ্গে কাজ করছি। আশা করছি আমরা দ্রুতই এটার সমাধান করতে পারব।'

পন্টিংকে ছাড়িয়ে টেন্ডুলকারকে ছোঁয়ার অপেক্ষায় রুট
২ ঘন্টা আগে
এশিয়া কাপে ৭ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে পারে বলে জানিয়েছিল ভারতীয় গণমাধ্যম। তবে সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে লিজেন্ডস লিগের ম্যাচ বয়কট করেছেন ভারতের সাবেক ক্রিকেটাররা। এরপরই আলোচনায় এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ হবে কিনা।
এই ব্যাপারটিও দ্রুত সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন নাকভি। তিনি বলেন, 'এটা আসলে পুরোপুরি এসিসি এবং বিসিসিআইয়ের বিষয়। আমি খুবই আশাবাদী বাকি ব্যাপারগুলো আমরা দ্রুতই সমাধান করব। এশিয়া কাপের ব্যাপারটাও থাকবে।'