এশিয়া কাপের আগে সবাইকে দেখে নিতে চেয়েছিলেন লিটন

সংবাদ সম্মেলনে লিটন দাস, বিসিবি
পাকিস্তানের বিপক্ষে টানা দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। শেষ ম্যাচে জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশের সুযোগ ছিল স্বাগতিকদের সামনে। এমন ম্যাচেই বেঞ্চের শক্তি পরীক্ষা করতে নামে বাংলাদেশ দল। সিরিজের শেষ ম্যাচের একাদশে আনা হয় পাঁচ পরিবর্তন। তবে এই পরিবর্তনই কাল হয়েছে। সিরিজের শেষ ম্যাচে ৭৪ রানের হারে হোয়াইটওয়াশ করার স্বাদ পায়নি বাংলাদেশ।

promotional_ad

এই ম্যাচে বিশ্রাম দেয়া হয় পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন। পরে জানা যায় হৃদয় খেলতে পারেননি জ্বরের কারণে। না হলে একাদশে একটি পরিবর্তন কম হতো নিশ্চিতভাবেই। ম্যাচ শেষে একাদশে এতো পরিবর্তনের ব্যাখ্যা দিয়েছেন লিটন।


আরো পড়ুন

লিটন আমাকে ফোন দিয়ে বলেছে, ‘তুই আমার দলের মেইন প্লেয়ার’: সাইফউদ্দিন

৯ ঘন্টা আগে
বোলিংয়ের সময় মোহাম্মদ সাইফউদ্দিন, ক্রিকফ্রেঞ্জি

লিটন জানিয়েছেন, তারা মূলত বেঞ্চের শক্তিই পরীক্ষা করতে চেয়েছিলেন। সুযোগ দিতে চেয়েছিলেন স্কোয়াডের সবাইকে। ভারত বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ এক বছরের জন্য স্থগিত করায় এশিয়া কাপের আগে এটিই শেষ সিরিজ বাংলাদেশের। সে কারণেই সবাইকে দেখে নেওয়ার সুযোগটা হাতছাড়া করেনি বাংলাদেশ।


promotional_ad

লিটন সংবাদ সম্মেলনে বলেছেন, 'হৃদয়, জাকের এবং শামীম যে জায়গায় ব্যাটিং করে, তারা বাংলাদেশের অন্যতম সেরা মিডল অর্ডার ব্যাটসম্যান এই মুহূর্তে। দুর্ভাগ্যবশত, হৃদয়ের জ্বর না থাকলে সে হয়তো আজকের ম্যাচটা খেলত। তখন পরিস্থিতি ভিন্ন হতে পারত। তবে আমরা দেখব, যদি আমাদের কোনো খেলোয়াড় আহত হয়, তাহলে সেই জায়গাটা কীভাবে পূরণ করা যায় (সেটাই ভেবেছি)।'


আরো পড়ুন

ক্ষমতার অপব্যবহার করছেন হেসন, দাবি বাসিতের

১৩ ঘন্টা আগে
পাকিস্তান ক্রিকেট বোর্ড

এর আগে ২০২১ সালে মিরপুরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলকে হোয়াইটওয়াশ করে গিয়ে বিশ্বকাপে ভরাডুবি হয়েছিল বাংলাদেশের। মূল পর্বে কোনো ম্যাচ না জিতেই আসর শেষ করতে হয়েছিল। এবারও মিরপুরে পাওয়া সিরিজ জয় বাংলাদেশকে 'ভুল আত্মবিশ্বাস' দিচ্ছে কিনা সেটাও বড় প্রশ্ন। পাকিস্তান দলের পক্ষ থেকে প্রতি ম্যাচেই উইকেট নিয়ে সমালোচনা শুনতে হয়েছে। লিটন অবশ্য লিটন এমন উইকেটকেও দিচ্ছেন বাহবা।


তিনি বলেন, 'এটা খুবই ভালো উইকেট ছিল। আমার মনে হয়, আমরা যে দুটি ম্যাচ খেলেছি, তার চেয়ে আজকের উইকেট অনেক ভালো ছিল। আমি বলব, এটা ব্যাটিং-বান্ধব উইকেট ছিল। অধিনায়ক হিসেবে আমি মনে করি, ১৮০ রান তাড়া করা সম্ভব। কিন্তু আমরা পাওয়ার প্লে-তে খেলাটা প্রায় হারিয়ে ফেলেছিলাম। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা পরিকল্পিত ক্রিকেট খেলতে পারিনি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball