
অভিজ্ঞতার দোহাই দিয়ে বাঁচাব না, তরুণদের নিয়ে সালাহউদ্দিন
ওয়ানডে ক্রিকেট থেকে অবসর না নিলেও ২০১৯ বিশ্বকাপের পর থেকে জাতীয় দলে নেই মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের সফলতম অধিনায়ককে জাতীয় দলের হয়ে আর কখনও খেলতেও দেখা যাবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসর ভেঙে ফিরেছিলেন তামিম ইকবাল। তবে গত বছরের সেপ্টেম্বরের পর থেকে বাংলাদেশের হয়ে খেলতে দেখা যাচ্ছে না তাকে। বাঁহাতি এই ওপেনার আবার কখনও বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়।