promotional_ad

অ্যাডিলেড টেস্টেও অনিশ্চিত গিল

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বোর্ডার- গাভাস্কার সিরিজের প্রথম টেস্টের আগে আঙুলে চোট পেয়েছিলেন শুভমান গিল। এই কারণে পার্থ টেস্টে খেলতে পারেননি তিনি। অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত ভারতের এই টপ অর্ডার ব্যাটার।


আগামী ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হবে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট। সেই টেস্টের আগে এখনও সুস্থ হননি গিল। এ কারণে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।



promotional_ad

আগামী শনিবার থেকে ক্যানবেরায় দু’দিনের একটি অনুশীলন ম্যাচ খেলবে ভারত। ভারতের গণমাধ্যমের দাবি, সেই টেস্টে খেলবেন না গিল। টিম ম্যানেজমেন্টের তরফ থেকে তাকে বিশ্রামের পরামর্শ দেয়া হয়েছে।


বোর্ডের এক কর্তা ভারতের একটি মিডিয়াকে বলেন, 'চোটের পর দলের চিকিৎসকেরা গিলকে ১০-১৪ দিনের জন্য বিশ্রাম নিতে বলেছিলেন। তাই এই সপ্তাহের শেষে অনুশীলন ম্যাচে খেলতে পারবে না ও।'


'দ্বিতীয় টেস্টেও খেলতে পারবে কি না তা এখন বলা যাচ্ছে না। দেখা যাক ও কত তাড়াতাড়ি সুস্থ হতে পারে। ওর আঙুল কেমন থাকে। ব্যথা কমলেও খেলার মতো পরিস্থিতি তৈরি হতে সময় লাগবে।'



পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে রোহিত শর্মার দল। অ্যাডিলেড টেস্টে গিল না খেললেও নির্ভার থাকবে ভারত। এই টেস্টে ফিরছেন রোহিত।


সেক্ষেত্রে পার্থে গিলের বদলে খেলা দেবদূত পাড়িকাল একাদশ থেকে বাদ যেতে পারেন, তিনে ব্যাটিং করতে পারেন আগের টেস্টে ওপেন করা লোকেশ রাহুল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball