promotional_ad

চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলের অ্যানালিস্ট ভারতের অক্ষয়

ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট
ক্রিকফ্রেঞ্জি
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মহসিন শেখ। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে তার সঙ্গে চুক্তি বাতিল করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নতুন পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে অক্ষয় হিরেমাথকে দায়িত্ব দিয়েছে বিসিবি।

promotional_ad

কদিন আগে শাহরিয়ার নাফিস জানিয়েছিলেন, আপাতত ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য অক্ষয়ের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। যতটুকু জানা গেছে, শুধু ওয়েস্ট ইন্ডিজ সফর নয় ২০২৫ সালে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশের পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজ করবেন ভারতীয় এই অ্যানালিস্ট। যদিও এখন পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিবি। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। 


আরো পড়ুন

লিটন-সাকিবকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

১২ জানুয়ারি ২৫
ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জেতা বাংলাদেশ দল, ফাইল ফটো

বাংলাদেশ দিয়েই প্রথমবারের মতো কোন জাতীয় দলের প্রধান অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন অক্ষয়। এর আগে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস এবং আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের সঙ্গে কাজ করেছেন। তবে সেই সময় প্রধান অ্যানালিস্টের সহকারী ছিলেন অক্ষয়। ভারতের বেশ কয়েকটি ঘরোয়া লিগে অবশ্য অ্যানালিস্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। 



promotional_ad

সবশেষ মহারাজা টি-টোয়েন্টি ট্রফিতে গুলবার্গ মিস্টিকসের হয়ে কাজ করেছেন ভারতীয় এই অ্যানালিস্ট। এ ছাড়া ভারতীয় স্পোর্টস ডাটা প্রোভাইডার কাদাম্বা টেকনোলিজসের হয়ে তিন বছর চাকরি করেছেন অক্ষয়। এবার বাংলাদেশ জাতীয় দল দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বড় পরিসরে পা রাখছেন তিনি।


এদিকে প্রায় অর্ধযুগ কাজ করার পর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশের পারফরম্যান্স অ্যানালিস্টের দায়িত্ব ছেড়েছিলেন শ্রীনিবাস চন্দ্রশেখরণ। তাঁর জায়গায় ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অ্যানালিস্ট হিসেবে কাজ করেছিলেন সাবেক ক্রিকেটার নাসির আহমেদ। বছরের শেষ দিকে নিউজিল্যান্ড সফরের জন্য দায়িত্ব পেয়েছিলেন মহসিন। কিউই সফরে কাজ করার পর থেকেই গুঞ্জন ছিল বাংলাদেশের সঙ্গে লম্বা সময়ের চুক্তি করার। 



যদিও শ্রীলঙ্কা সিরিজে মহসিনের জায়গায় অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন শাওন জাহান। পরবর্তীতে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের আগে দুই বছরের জন্য দায়িত্ব দেয়া হয় মহসিনকে। তবে হুট করেই ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে তার সঙ্গে চুক্তি বাতিল করে বিসিবি। যার ফলে কদিন আগে আবু ধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে কাজ করতে দেখা গেছে তাকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball