‘পৃথ্বীর একটা ঝাঁকুনি দরকার’

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
প্রতিভার ঝলক দেখিয়ে ভারতের জার্সি গায়ে জড়িয়েছিলেন পৃথ্বী শ। তবে ফিটনেস, বাজে পারফরম্যান্সের কারণে ভারত জাতীয় দল থেকে বাদ পড়েছেন অনেক আগেই। আইপিএলের সবশেষ কয়েক আসরে একাদশে জায়গাও মেলেনি তরুণ এই ব্যাটারের। দিল্লি ক্যাপিটালস কিছুদিন আগে ছেড়ে দেয়ার পর এবার আইপিএলেও দল পাননি পৃথ্বী। ডানহাতি ব্যাটারের এমন পতনের পর দিল্লির সহ-কর্ণধার পার্থ জিন্দাল জানিয়েছেন, পৃথ্বীর একটা ঝাঁকুনি দরকার।
মুম্বাই থেকে উঠে এসে ভারতের ক্রিকেটে রাজ করেছেন সুনীল গাভাস্কার ও শচীন টেন্ডুলকারের মতো ক্রিকেটারের। তাদের দুজনের পর মুম্বাই থেকে ভবিষ্যতের সেরাদের একজন হিসেবে বিবেচনা করা হচ্ছিলো পৃথ্বী। বেশ কয়েক বছর আগে রবি শাস্ত্রী এক সাক্ষাৎকার তরুণ এই ক্রিকেটারকে প্রশংসায় ভাসিয়েছিলেন। জনপ্রিয় ধারাভাষ্যকার ও ভারতের সাবেক কোচ পৃথ্বীর ব্যাটিং স্টাইলে শচীন, ব্রায়ান লারা ও বীরেন্দ্র শেবাগের সঙ্গে মিল খুঁজে পেয়েছিলেন।
যদিও মানুষের প্রত্যাশা মেটাতে পারেননি পৃথ্বী। বরং এত এত প্রশংসা পেয়ে যেন নিজের মৌলিক কাজ করতে ভুলে গিয়েছিলেন তিনি। জিন্দাল মনে করিয়ে দিয়েছেন পৃথ্বী কতটা বিশেষ ছিলেন। ভারতের ব্যাটারদের মাঝে এমআরএফ ব্র্যান্ডের ব্যাট দিয়ে খেলেছেন শচীন ও বিরাট কোহলি। সেই তালিকায় ছিলেন পৃথ্বী নিজেও। তবে নিজের সুযোগ-সুবিধা আর প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি একদমই।

অধিনায়ক হিসেবে যুব বিশ্বকাপ জেতা পৃথ্বী ভারতের হয়ে ৫ টেস্টে এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে ৩৩৯ রান করেছেন। ৬ ওয়ানডেতে ১৮৯ রান করা ডানহাতি এই ব্যাটার এক টি-টোয়েন্টি খেললেও রানের খাতা খুলতে পারেননি। এমন পারফরম্যান্সের পর বেশ কয়েক বছর ধরেই জাতীয় দলের বাইরে আছেন তিনি। এমনকি ঘরোয়া ক্রিকেটেও স্কোয়াড থেকে জায়গা হারিয়েছেন তরুণ এই ক্রিকেটার। ভারতের ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ আইপিএলেও নিজেকে প্রমাণের যথেষ্ট সুযোগ পেয়েছিলেন তিনি।
২০১৮ সালে পৃথ্বীকে দলে নিয়েছিল দিল্লি। ২০২২ মেগা নিলামের আগে ৭.৫ কোটি রুপিতে তাকে ধরেও রেখেছিল তারা। তবে নিয়মিত পারফর্ম করতে না পারায় একাদশের বাইরে থাকতে হয়েছে তাকে। সবমিলিয়ে ৭৯ ম্যাচ খেলেছেন পৃথ্বী। যেখানে ২৩ গড়ে তিনি রান করেছেন ১ হাজার ৮৯২। মেগা নিলামে মাত্র ৭৫ লাখ ভিত্তিমূল্যের হলেও লম্বা সময় ধরে অধারাবাহিক পৃথ্বীকে দলে নিতে আগ্রহ দেখায়নি ১০ ফ্র্যাঞ্চাইজির কেউ।
আইপিএলে দল না পাওয়া পৃথ্বীকে নিয়ে দিল্লি পার্থ জিন্দাল বলেন, ‘পৃথ্বী দারুণ একজন কিন্তু বিভিন্নভাবে তাকে ভুল বোঝানো হয়েছে। আমার মনে হয় একা সময় আমাদের সবারই একটা ঝাঁকুনির প্রয়োজন হয় এবং মাটিতে পা রাখতে হয়। কিন্তু আপনি যখন আপনার পুরো জীবনে শুনবেন আপনি বিশেষ একজন, প্রতিভাবান এবং শচীন ও কোহলির বাইরে বিশ্বের একমাত্র ব্যাটার যে এমআরএফ ব্যাট দিয়ে খেলে। এটা আপনাকে অনেক কিছুই বলে।’
‘কেউ তাকে লারা ডাকে, কেউ শচীন অথবা ভবিষ্যতের তারকা মনে করে। সে এমন পরিবেশে বড় হয়েছে। মুম্বাই ক্রিকেট থেকে সবাই তাকে নিয়ে কথা বলেছে। মুম্বাই আমাদের সুনীল গাভাস্কার এবং শচীন টেন্ডুলকারকে দিয়েছে এবং তারা তাকে (পৃথ্বী) নিয়ে আলোচনা করছিল। তাই পৃথ্বীর জীবনে একটা ঝাঁকুনি প্রয়োজন। সে দিল্লির হয়ে খেলেছে, মোটা অঙ্কের আইপিএলের চুক্তি পেয়েছে এবং মুম্বাইয়ের হয়ে বিভিন্ন সংস্করণে প্রতিনিধিত্ব করেছে।’
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ট্রলের শিকার হচ্ছেন পৃথ্বী। কেউ মিম বানাচ্ছেন আবার কেউ সামনে পেলে ফিটনেস নিয়ে কটু কথা শুনিয়ে দিচ্ছেন। তরুণ ব্যাটারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল ঠিকঠাক অনুশীলন না করা, ফিটনেসে মনোযোগী না হওয়া এবং একজন অ্যাথলেট হিসেবে ডিসিপ্লিন না হওয়া। পার্থ জিন্দালও পৃথ্বীকে কঠোর পরিশ্রমের পরামর্শই দিয়েছেন।
এ প্রসঙ্গে দিল্লির সহ-কর্ণধার বলেন, ‘পৃথ্বীর কঠোর পরিশ্রম করা প্রয়োজন এবং খেলার প্রতি পুরনো সেই ভালোবাসায় ফিরে যাওয়া উচিত। তাকে তার ফিটনেস নিয়ে কাজ করতে হবে এবং ডিসিপ্লিন হতে হবে। আমি আশা করি সে আবারও ফিরে আসবে এবং পৃথ্বী শ হবে যেটার জন্য সবাই তাকে চেনে।’