
‘অক্ষর কোনো ভুল করেনি, তার একটা ব্যাখ্যা প্রাপ্য’
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক করা হয়েছিল অক্ষর প্যাটেলকে। যদিও বর্তমানে তাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। তার প্রতি সমবেদনা প্রকাশ করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার মোহাম্মদ কাইফ।