এসএটোয়েন্টিতে অংশ নেয়ার কারণে অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসনকে ওয়ানডে সিরিজে পাওয়া যাবে না। চোটের কারণে ওয়ানডে দলে নেই নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, মার্ক চ্যাপম্যান ও ম্যাট হেনরি। চ্যাপম্যান ও হেনরি অবশ্য টি-টোয়েন্টি দলে আছেন। চোটে থাকা উইল ও’রুর্কি কোনো দলেই জায়গা পাননি।
তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে ওয়ানডে সিরিজে খেলবেন না টম লাথাম। এ ছাড়া বিশ্রাম দেওয়া হয়েছে জ্যাকব ডাফি ও রাচিন রবীন্দ্রকে। একাধিক ক্রিকেটারের অনুপস্থিতিতে দল গঠনে বেশ কিছু পরিবর্তন এসেছে।
এই সুযোগে ৩১ বছর বয়সে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার জেডেন লেনক্স। ওয়ানডে দলে থাকা লেনক্স এখন পর্যন্ত ৫৪টি লিস্ট ‘এ’ ম্যাচে ৬৯টি উইকেট নিয়েছেন। দলে আছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা পেস বোলিং অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ক ও মাইলেক রে। পাশাপাশি ফিরেছেন স্পিনিং অলরাউন্ডার আদিত্য আশোক এবং পেস বোলিং অলরাউন্ডার জশ ক্লার্কসন।
আগামী ১১ জানুয়ারি ভাদোদরায় শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ২১ জানুয়ারি নাগপুরে। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ হিসেবে এই সফরকে দেখছে নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড ওয়ানডে দল: মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), আদিত্য আশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেভন কনওয়ে, জ্যাকারি ফোকস, মিচেল হে, কাইল জেমিসন, নিক কেলি, জেডেন লেনক্স, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, মাইকেল রে, উইল ইয়াং।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: মিচেল সান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, বেভন জ্যাকস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন, ইশ সোধি।