
ইংল্যান্ডকে বিদায় করে অস্ট্রেলিয়ার অপেক্ষায় আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকতে ইংল্যান্ডের তখন ২৬ বলে প্রয়োজন ৩৯ রান! সেঞ্চুরিয়ান জো রুটের সঙ্গে ব্যাটিং করতে পারা জেমি ওভারটন উইকেটে থাকায় জয়ের পাল্লাটা ইংল্যান্ডের পক্ষেই ভারী। এমন সময় আজমতউল্লাহ ওমরজাইয়ের অফ স্টাম্পের বাইরের শর্ট অব লেংথ ডেলিভারিতে শর্ট থার্ডম্যানের উপর দিয়ে খেলতে চাইলেন রুট। তবে ব্যাটের জায়গায় বল গ্লাভসে ছুঁয়ে যাওয়ায় উইকেটকিপার রহমানউল্লাহ গুরবাজের ক্যাচটা নিতে কঠিন হলো না।