promotional_ad

বেনেটের সেঞ্চুরি, তবুও ইনিংস ব্যবধানে হারের পথে জিম্বাবুয়ে

সেঞ্চুরির পর ব্রায়ান বেনেট, ফাইল ফটো
ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে ফলো-অন এড়াতে না পারায় ইনিংস হারের পথে জিম্বাবুয়ে। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ২ উইকেটে ৩০, ইংল্যান্ডের চেয়ে এখনও পিছিয়ে ২৭০ রানে। ইংল্যান্ড প্রথম দিনেই চেপে বসে জিম্বাবুয়ের ওপর। বেন ডাকেট ও জ্যাক ক্রলির সেঞ্চুরিতে তোলে ৪৯৮ রান।

promotional_ad

দ্বিতীয় দিন শুরু করেন অলিভার পোপ ১৬৯ রানে অপরাজিত অবস্থায়, তবে যোগ করতে পারেন কেবল ২ রান। অস্ত্রোপচার-পরবর্তী প্রত্যাবর্তনে বেন স্টোকস থেমে যান ৯ রানে। এরপর হ্যারি ব্রুকের ৫০ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংসের পর ৫৬৫ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।


আরো পড়ুন

তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার

২৩ মে ২৫
মাঠ ছাড়ার আগে হ্যারি ব্রুক ও অলি পোপ, ইসিবি

জবাবে শুরুটা দারুণ করে জিম্বাবুয়ে। অভিষিক্ত স্যাম কুকের প্রথম ওভারেই বেনেট হাঁকান তিনটি চার। প্রথম চার ওভারে দলীয় রান দাঁড়ায় ৩১। কিন্তু এরপরই ছন্দপতন। বেন কারান কুকের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। দ্বিতীয় উইকেটে অধিনায়ক ক্রেইগ আরভিনের সঙ্গে ৬৫ রানের জুটি গড়েন ব্রায়ান বেনেট। এই জুটির ইতি টানেন শোয়েব বশির।


তৃতীয় উইকেটে শন উইলিয়ামসের সঙ্গে আরও একটি বড় জুটি গড়েন বেনেট। ৬০ রানের সেই জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। একপ্রান্ত আগলে ব্যাট করতে থাকেন বেনেট। তিনি ৯১ রান থেকে গাস অ্যাটকিনসনকে টানা তিন চার হাঁকিয়ে ৯৭ বলে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূরণ করেন। এটাই জিম্বাবুয়ের ইতিহাসে দ্রুততম।


promotional_ad



আরো পড়ুন

ইংল্যান্ড সফরের ভারত দলে সুদর্শন-নায়ার-আর্শদিপ, নেই শামি

১ ঘন্টা আগে
করুন নায়ার (বামে) ও সাই সুদর্শন (ডানে), ফাইল ফটো

একইসঙ্গে ২০১৬ সালে শন উইলিয়ামসের করা ১০৬ বলে শতকের রেকর্ড ভাঙেন বেনেট। সেঞ্চুরির পরও থামেননি বেনেট। ২৬ চারে ১৪৩ বলে ১৩৯ রানের ইনিংসটি শেষ হয় শর্ট লেগে জশ টংয়ের বলে ক্যাচ দিয়ে। জিম্বাবুয়ের হয়ে ইংল্যান্ডে টেস্টে সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটার তিনি।


বেনেটের বিদায়ের পর ধসে পড়ে বাকি ব্যাটিং লাইনআপ। রিচার্ড এনগারাভা ফিল্ডিংয়ের সময় চোটে পড়ায় ব্যাটিংয়ে নামতেই পারেননি। ফলে ২৬৫ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও হতাশ করেছে জিম্বাবুয়ে। চতুর্থ ওভারে অ্যাটকিনসনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন বেনেট।


এক দিনে দুইবার আউট হয়ে যান তিনি। এরপর টংয়ের বাড়তি বাউন্সে ক্যাচ দিয়ে ফেরেন আরভিন। দিন শেষে উইকেটে অপরাজিত আছেন শন উইলিয়ামস ও বেন কারান। ইনিংস হার এড়াতে জিম্বাবুয়ের দরকার আরও ২৭০ রান, হাতে রয়েছে সাত উইকেট। সামনে এখনো বড় লড়াই তাদের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball