promotional_ad

ইংল্যান্ড সফরের ভারত দলে সুদর্শন-নায়ার-আর্শদিপ, নেই শামি

করুন নায়ার (বামে) ও সাই সুদর্শন (ডানে), ফাইল ফটো
ইংল্যান্ড সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা অবসর নেয়ায় এই দলের অধিনায়কত্ব দেয়া হয়েছে শুভমান গিলকে। তার সহকারী হিসেবে আছেন ঋষভ পান্ত।

promotional_ad

প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে জায়গা করে নিয়েছেন সাই সুদর্শন এবং আর্শদিপ সিং। বিরাট কোহলি অবসর নেয়ায় শুন্যতা সৃষ্টি হয়েছে ভারতের ব্যাটিং লাইনআপে। এ কারণে লম্বা সময় পর দলে ফেরানো হয়েছে করুন নায়ারকে।


আরো পড়ুন

ম্যাচ শেষ করার তৃপ্তি পেয়ে খুশি ওপেনার সুদর্শন

১৯ মে ২৫
গুজরাট টাইটান্সের জার্সিতে সাই সুদর্শন

পেস বোলিং বিভাগে শক্তি বাড়ানোর জন্য ফেরানো হয়েছে শার্দুল ঠাকুরকেও। কেননা স্কোয়াডে নেই মোহাম্মদ শামি। গোড়ালির ইনজুরি থেকে সেরে ওঠার পর এখনও টেস্ট ম্যাচ খেলার জন্য ফিট নন ভারতের এই পেসার।


promotional_ad

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ সালের চক্রে এটাই ভারতের প্রথম টেস্ট সিরিজ। এ ছাড়া রোহিত, কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিনের বিদায়ের পর এবারই প্রথমবার টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত।


২০ জুন হেডিংলি টেস্টের মধ্য দিয়ে শুরু হবে দুই দলের এই সিরিজ। এরপর এজবাস্টনে ২ জুলাই, লর্ডসে ১০ জুলাই, ম্যানচেস্টারে ২৩ জুলাই এবং দ্যা ওভালে ৩১ জুলাই আরো চারটি ম্যাচ খেলবে ইংল্যান্ড-ভারত।


প্রায় আড়াইমাস আইপিএল খেলে ইতোমধ্যেই ক্লান্ত হয়ে পড়েছে ভারতের ক্রিকেটাররা। আইপিএল শেষ করে ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন তারা। ১৩ জুন থেকে বেকেনহামে ভারত 'এ' দল চারদিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে। সেখান থেকেই মূলত এই সিরিজ শুরু হবে।


ইংল্যান্ড সিরিজের জন্য ভারতের টেস্ট স্কোয়াড- শুভমান গিল (অধিনায়ক), ইয়াশভি জয়সাওয়াল, লোকেশ রাহুল, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, মোহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণা, সাই সুদর্শন, অভিমান্যু ইশ্বরন, করুণ নায়ার, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, আর্শদিপ সিং।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball