
ফতুল্লা স্টেডিয়ামের অবস্থা দেখে আমার কান্না চলে আসছে: বুলবুল
একটা সময় শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম (আগের নাম খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম) নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ হতো। কেনিয়া, ভারত ও অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে ফতুল্লায় আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। সবশেষ ২০১৫ সালের জুনে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব আল হাসান-তামিম ইকবালরা। অথচ সেই মাঠে এখন কোনো ধরনের খেলা হচ্ছে না।