
হাইব্রিড মডেলকেই দুষলেন মিলার
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালের আগে বড় বিড়ম্বনায় পড়তে হয়েছে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকাকে। সেমি ফাইনালের আগে দুবাই যেতে হয়েছে দুই দলকেই। আর ভারতের বিপক্ষে ম্যাচ না খেলায় আবারও পাকিস্তানে ফিরতে হয়েছে সাউথ আফ্রিকাকে। আরেকটি সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর এ কথাই মনে করিয়ে দিয়েছেন ডেভিড মিলার।