promotional_ad

‘রিজওয়ান তুমি ফেরারি থেকে রিকশায় নেমে এসেছো’

পাকিস্তানের জার্সিতে রিজওয়ান, আইসিসি
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল পাকিস্তান। এবার ঘরের মাঠে শিরোপা ধরে রাখার মিশনে নেমেছিল মোহাম্মদ রিজওয়ানের দল। এই টুর্নামেন্টে টানা দুই ম্যাচে হারের পর একটি ম্যাচ বৃষ্টির পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট নিয়ে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে।

promotional_ad

পাকিস্তানের এমন ভরাডুবির পর কড়া সমালোচনার মুখে পড়েছেন রিজওয়ান। এবার সাবেক সতীর্থ মোহাম্মদ আমিরের রোষানলে পড়েছেন পাকিস্তানের সীমিত ওভারের এই অধিনায়ক। রিজওয়ানের নেতৃত্বে খেলার অভিজ্ঞতা আছে আমিরের। আগে রিজওয়ানের অধিনায়কত্ব এমন ছিল না বলে দাবি আমিরের।


আরো পড়ুন

কোহলির বেঙ্গালুরুর হয়ে ২০২৬ আইপিএলে খেলতে চান আমির

৮ মার্চ ২৫
বিরাট কোহলিকে (বামে) আউট করে মোহাম্মদ আমিরের (ডানে) উল্লাস, ফাইল ফটো

সম্প্রতি আমির বলেছেন, 'রিজওয়ান... (হাসি) তুমি ফেরারি থেকে রিকশায় নেমে এসেছো! এক সময় আমি রিজওয়ানকে পছন্দ করতাম, কারণ সে ঘরোয়া ক্রিকেট ও পিএসএলে অধিনায়কত্ব করেছে এবং সেখানে সফল ছিল। তার দল ফাইনালও খেলেছে।'



promotional_ad

আমির আরও যোগ করেন, 'কিন্তু হঠাৎ করে ২-৪ মাসের মধ্যে তার সিদ্ধান্তগুলো বদলে যেতে লাগলো। আমি জানি না কেন বা কী হয়েছে, কারণ আমি ২-৪ মাস ধরে তার সঙ্গে ড্রেসিংরুম ভাগ করিনি। কিন্তু সে যেভাবে আচরণ করছে, তার সিদ্ধান্তগুলো খুবই অদ্ভুত লাগছে।'


আরো পড়ুন

রিজওয়ানের কেন্দ্রীয় চুক্তি বাতিলের দাবি সাবেক পাকিস্তানি পেসারের

১৮ মার্চ ২৫
পাকিস্তানের জার্সিতে মোহাম্মদ রিজওয়ান

পাকিস্তানের অধিনায়ক হিসেবেও রিজওয়ানের শুরুটা ছিল দুর্দান্ত। তার হাতে অনেক ক্ষমতা থাকলেও রিজওয়ান সেগুলো কাজে লাগাননি বলে দাবি আমিরের। এর পেছনে কোনো কারণও খুঁজে পাচ্ছেন না সাবেক এই পাকিস্তানি পেসার। 



রিজওয়ানের অধিনায়কত্বের সমালোচনা করে তিনি বলেন, 'যদি অধিনায়ক বলে যে তার কোনো ক্ষমতা ছিল না, তাহলে সেটা মিথ্যে। তার কাছে ক্ষমতা ছিল। যেভাবে রিজওয়ানকে অধিনায়ক করা হয়েছে, সেভাবে সে চাইলে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারত, কিন্তু সে তা করেনি। আমি জানি না কেন।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball