promotional_ad

সেমি ফাইনালের আগে মার্করামকে নিয়ে শঙ্কা

অনুশীলনে এইডেন মার্করাম, আইসিসি
ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে টেম্বা বাভুমার অনুপস্থিতিতে সাউথ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিলেন এইডেন মার্করাম। এবার এই ক্রিকেটারই সেমি ফাইনালের আগে ছিটকে যাওয়ায় শঙ্কায় পড়ে গেছেন। ফাইনালে ওঠার মিশনে অভিজ্ঞ এই ক্রিকেটারকে নাও পেতে পারে প্রোটিয়ারা।

promotional_ad

বুধবার লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমি ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে সাউথ আফ্রিকা। আগের দিনই মার্করামের কাভার হিসেবে জর্জ লিন্ডেকে দলে যোগ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। তবে তিনি মার্করামের সরাসরি বিকল্প নন। লিন্ডে যোগ দিচ্ছেন সফরসঙ্গী হিসেবে।


গ্রুপ পর্বের শেষ ম্যাচের ইংল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন মার্করাম। এরপর দলটির হয়ে আর ফিল্ডিং করতে দেখা যায়নি তাকে। সেমি ফাইনালের আগে মঙ্গলবার মার্করামের ফিটনেস পরীক্ষা করা হবে। এরপর জানা যাবে কিউইদের বিপক্ষে তাকে পাওয়া যাচ্ছে কিনা।



promotional_ad

চোটের কারের কারণে বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে সাউথ আফ্রিকা। এর মধ্যে রয়েছেন অ্যানরিখ নরকিয়া, জেরাল্ড কোয়েতজি, নান্দ্রে বার্গার ও লিজাড উইলিয়ামসের মতো তারকা। তারা প্রত্যেকেই পেসার।


ফলে তুলনামূলক কম শক্তিশালী পেস বোলিং আক্রমণ নিয়েই খেলতে হচ্ছে প্রোটিয়াদের। এদিকে ব্যাকআপ হিসেবে তৈরি থাকতে মঙ্গলবারই স্পিন বোলিং অলরাউন্ডার লিন্ডের পাকিস্তানে প্রোটিয়া দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে।



কিউইদের হারাতে পারলে সাউথ আফ্রিকাকে ফাইনাল খেলতে যেতে হবে দুবাইতে। সেখানকার উইকেট কিছুটা স্পিন বান্ধব। সেই কথা মাথায় রেখেই লিন্ডেকে তৈরি রেখেছে সাউথ আফ্রিকা। যদিও প্রোটিয়া দলে স্পিনার হিসেবে ইতোমধ্যেই আছেন কেশভ মহারাজ ও তাবরাইজ শামসির মতো বোলার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball