promotional_ad

নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়াকে পেল ভারত

৫ উইকেট নিয়ে ভারতের জয়ের নায়ক বরুণ চক্রবর্তী
সেমি ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে—অস্ট্রেলিয়া নাকি সাউথ আফ্রিকা, জানে না কেউই। এমন অবস্থায় নিউজিল্যান্ড ও ভারত ম্যাচের আগে দুবাইয়ের বিমান ধরে তারা। দুবাইয়ে পৌঁছে অবশ্য বিশ্রামের সুযোগ পেল না সাউথ আফ্রিকা। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় একদিন পরই দুবাই ছাড়তে হচ্ছে তাদেরকে। সেরা চারে ভারতের মোকাবেলা করতে দুবাইয়ে থেকে যেতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। এমন খবরে কিছুটা মন খারাপ করতেই পারে প্রোটিয়ারা।

promotional_ad

এমনকি মজার ছলে নিউজিল্যান্ডকেও দোষারোপ করলেও একেবারে বেমানান হয় না। নিউজিল্যান্ড যদি ভারতকে হারাতে পারতো তবে সাউথ আফ্রিকাকে থেকে যেতে হতো দুবাইয়ে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের বাগে পেয়েও সেটা করে দেখাতে পারেনি কিউইরা। তাতে কষ্ট বেড়েছে সাউথ আফ্রিকার। ম্যাট হেনরি আগুনে বোলিংয়ে শ্রেয়াস আইয়ারের হাফ সেঞ্চুরির পরও ২৪৯ রানের বেশি তুলতে পারেনি ভারত। লক্ষ্য খুব বেশি কঠিন হওয়ার কথা ছিল না কেন উইলিয়ামসনদের জন্য। 


আরো পড়ুন

খুব বেশি ওয়ানডে খেলিনি, এজন্য চাপে ছিলাম: বরুণ

৩ ঘন্টা আগে
৪২ রানে পাঁচ উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী, ফাইল ফটো

অথচ এমন লক্ষ্যও তাড়া করতে পারলেন না তারা। ভারতের স্পিনার কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা মিলে নিউজিল্যান্ডকে অল আউট করতে সময় নিলেন ৩৭.৩ ওভার। বাকি ৮ ওভার অবশ্য করেছেন হার্দিক পান্ডিয়া ও মোহাম্মদ শামি। একপ্রান্ত আগলে রাখা উইলিয়ামসনের ৮১ রানের ইনিংসের পরও কিউইদের ২০৫ রানে গুঁড়িয়ে দেয়ার কাজটা করেছেন বরুণ। ডানহাতি স্পিনারের ৫ উইকেটে ৪৪ রানের জয় পেয়েছে ভারত। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় সেমি ফাইনালে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আরেক সেমিতে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। ম্যাচটি হবে পাকিস্তানের লাহোরে।


দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জয়ের জন্য ২৫০ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই রাচিন রবীন্দ্রর উইকেট হারায় নিউজিল্যান্ড। হার্দিকের অফ স্টাম্পের বাইরের বাউন্সারে থার্ডম্যানের উপর দিয়ে খেলতে গিয়ে ডিপ থার্ডম্যানে থাকা অক্ষরকে ক্যাচ দিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা রাচিন আউট হয়েছেন ৬ রানে। আরেক ওপেনার উইল ইয়াং ফিরেছেন পাওয়ার প্লে শেষে। বরুণের গুগলিতে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছেন তিনি। ইয়াংয়ের ব্যাট থেকে এসেছে ২২ রান। 


পঞ্চাশের আগেই দুই উইকেট হারানো কিউইদের এগিয়ে নিতে থাকেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল। তাদের দুজনের জুটির পঞ্চাশ হওয়ার আগেই মিচেলকে ফিরিয়েছেন কুলদীপ। বাঁহাতি স্পিনারের ফুল লেংথ ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে লেগ বিফোর উইকেট হয়েছেন তিনি। উইলিয়ামসনের সঙ্গে আলোচনা করে রিভিউ নিলেও সেটা কাজে আসেনি। ধীরগতির উইকেটে ৩৫ বলে ১৭ রানের বেশি করতে পারেননি মিচেল। পরবর্তীতে উইলিয়ামসনকে সঙ্গে দেন টম লাথাম।



promotional_ad

সাবধানী ব্যাটিংয়ে ৭৭ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। তাদের জুটি ভাঙেন জাদেজা। বাঁহাতি স্পিনারের বলে রিভার্স সুইপ করতে গিয়ে লেগ বিফোর উইকেট হয়েছেন ১৪ রান করা লাথাম। গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েলও বেশিক্ষণ টিকতে পারেননি। একটু আউট হয়েছেন উইলিয়ামসনও। দারুণভাবে ভারতের স্পিনারদের সামলানো ডানহাতি ব্যাটারকে ফিরিয়েছেন অক্ষর। বাঁহাতি স্পিনারের উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হয়েছেন। 


আরো পড়ুন

বাদ পড়ার ‘ভয়ে’ বিরতি নিতে চাচ্ছেন বাবর-আফ্রিদিরা

২৮ ফেব্রুয়ারি ২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যর্থ পাকিস্তান, আইসিসি

১২০ বলে ৮১ রানের ইনিংস খেলা উইলিয়ামসন ফিরতেই নিউজিল্যান্ডের জয়ের স্বপ্ন শেষ যায় নিউজিল্যান্ডের। মিচেল স্যান্টনার দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি। দুই ছক্কা ও এক চারে ৩১ বলে ২৮ রান করা বাঁহাতি ব্যাটারকে বোল্ড করেছেন বরুণ। হেনরিকে ফিরিয়ে নিজের দ্বিতীয় ওয়ানডেতেই ৫ উইকেটের দেখা পেয়েছেন তিনি। শেষ ব্যাটার হিসেবে উইলিয়াম ও’রুর্কিকে আউট করে ভারতের জয় নিশ্চিত করেন কুলদীপ। 


এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ইনিংসের তৃতীয় ওভারেই গিলের উইকেট হারায় তারা। ম্যাট হেনরির গুড লেংথ ডেলিভারি মিস করে লেগ বিফোর উইকেট হয়েছেন ডানহাতি এই ওপেনার। রোহিতের সঙ্গে আলোচনা করে রিভিউ নিলেও শেষ রক্ষা হয়নি ২ রান করা গিলের। আরেক ওপেনার রোহিতও টিকতে পারেননি বেশিক্ষণ। ভালো শুরু পেলেও ১৭ বলে ১৫  রান করেছেন তিনি। কাইল জেমিসনের অফ স্টাম্পের বাইরের ব্যাক অব লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে স্কয়ার লেগে ইয়াংকে সহজ ক্যাচ দিয়েছেন রোহিত। 


পরের ওভারে আউট হয়েছেন বিরাট কোহলিও। হেনরির ডেলিভারি ছিল অফ স্টাম্পের বাইরের বলে দারুণভাবে কাট করেছিলেন তিনি। গুলির বেগে যেতে থাকা বলটি ঝাঁপিয়ে পড়ে লুফে নেন পয়েন্টে থাকা গ্লেন ফিলিপস। কিউই ফিল্ডারের এমন ক্যাচ নেয়া যেন বিশ্বাসই করে উঠতে পারছিলেন না কোহলি। গ্যালারিতে বসে থাকা কোহরি স্ত্রী আনুশকা শর্মাও হতবাক হয়েছেন। ফিলিপসের অবিশ্বাস্য ক্যাচে ওয়ানডেতে নিজের ৩০০তম ম্যাচে ১১ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। 



কোহলি ফেরার পর আইয়ার ও অক্ষর মিলে জুটি গড়ে তোলেন। চতুর্থ উইকেট জুটিতে তারা দুজনে মিলে ৯৬ রান যোগ করেন। জুটির সেঞ্চুরি হওয়ার আগে সাজঘরে ফেরেন অক্ষর। বাঁহাতি স্পিনার রাচিনের মিডল ও লেগ স্টাম্পের ডেলিভারিতে অন সাইডে খেলতে গিয়ে টপ এজ হয়ে উইলিয়ামসনকে ক্যাচ দিয়েছেন। হাফ সেঞ্চুরির খুব কাছে যাওয়া অক্ষর আউট হয়েছেন ৪২ রানে। তবে সাবধানী ব্যাটিংয়ে ৭৫ বলে পঞ্চাশ ছুঁয়েছেন আইয়ার। তবে তাকে সেঞ্চুরি করতে দেননি উইলিয়াম ও’রুর্কি।


ডানহাতি পেসারের অফ স্টাম্পের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে টপ এজ হয়ে ইয়াংকে ক্যাচ দিয়েছেন। আইয়ারের ব্যাট থেকে এসেছে ৭৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। বেশিক্ষণ টিকতে পারেননি লোকেশ রাহুলও। মিচেল স্যান্টনারের বলে লাথামকে ক্যাচ দিয়ে গেছেন ২৩ রান করা উইকেটকিপার ব্যাটার। এরপর জাদেজাকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে থাকেন হার্দিক। যদিও তাদের জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। হেনরির বলে ১৬ রান করে আউট হয়েছেন জাদেজা। তবে হার্দিকের ৪৫ রানের ইনিংসে সুবাদে ২৪৯ রানের পুঁজি পায় ভারত। কিউইদের হয়ে একাই ৫ উইকেট নিয়েছেন হেনরি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball