বর্ষসেরা টি-টোয়েন্টি দলে ভারতের ৪ ক্রিকেটার, অধিনায়ক রোহিত

ছবি: ম্যাচের মাঝে রোহিত শর্মা, আইসিসি

টি-টোয়েন্টির এই ব্যস্ততার এমন বছরের বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে আইসিসি। সেই দলে জায়গা পেয়েছেন ভারতের ৪ ক্রিকেটার। ভারত গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে। এদিকে রানার্সআপ হওয়া সাউথ আফ্রিকা দলে কোনো ক্রিকেটারই জায়গা পাননি বর্ষসেরা দলে।
'ক্রিকেট নিষ্ঠুর এক খেলা', ফাইনাল হেরে বললেন রাচিন
১৬ ঘন্টা আগে
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটারও জায়গা পাননি। একজন করে ক্রিকেটার আছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও শ্রীলঙ্কার। এই দলের অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে।

তিনি ছাড়াও বর্ষসেরা দলে আছেন হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ ও আর্শদীপ সিং। রোহিতের সঙ্গে বর্ষসেরা দলের ওপেনিংয়ে রাখা হয়েছে ট্রাভিস হেডকে। আর তিনে ফিল সল্ট, চারে পাকিস্তানের বাবর আজম। পাঁচ নম্বরে রাখা হয়েছে নিকোলাস পুরানকে। ছয় নম্বরে জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
ওয়ানডে বিশ্বকাপ তো ওয়ানডে বিশ্বকাপ, এটাও কম নয়: রোহিত
৬ ঘন্টা আগে
স্পিন আক্রমণে রাখা হয়েছে আফগানিস্তানের রশিদ খান ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। এর আগে শুক্রবারই বর্ষসেরা ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করেছে আইসিসি। সেখানেও বাংলাদেশের কেউ সুযোগ পাননি কেউ।