promotional_ad

বাংলাদেশ নিজেদের সামর্থ্যকে পুরোপুরি কাজে লাগায়নি, মন্তব্য বদ্রির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে স্কোরবোর্ডে ২৯৪ রান তুলেও হেরেছে বাংলাদেশ। ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অবশ্য এটাকেই 'যথেষ্ট রান' বলেছেন। তবে এমন উইকেটে বুঝেশুনে খেলতে পারলে বাংলাদেশের সংগ্রহ আরও বেশি হতে পারত বলে মনে করছেন স্যামুয়েল বদ্রি।

promotional_ad

গোটা ম্যাচে ১৫৫টি ডটবল খেলেছে বাংলাদেশ। চার নম্বরে নেমে মিরাজ ৭৪ রান করতে খেলেন ১০১ বল। শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদ ৪৪ বলে ৫০ এবং জাকের আলী অনিক ৪০ বলে ৪৮ রান করেন। হাত খুলে খেলার সুযোগ ছিল তাদের সামনেও।


ম্যাচ শেষে ক্রিকফ্রেঞ্জিকে বদ্রি বলেন, 'আমার মনে হয় প্রথম ২৫ ওভার, বিশেষ করে প্রথম ১০ ওভার বেশ ভালো ছিল। লাইন লেংথ বেশ সঠিক পর্যায়ে ছিল। এটা আমার ভালো লেগেছে। ব্যাটিংয়ের দিক থেকে আমি বলব তারা বেশ কিছু জুটি গড়েছে, বাংলাদেশকে সচরাচর এমন করতে দেখা যায় না। ২৯৪ রান করেছে এটা ভালো প্রচেষ্টা।'


'তবে এই ধরনের উইকেটে ব্যাটিং আরও ভালো হতে পারত, তারা নিজেদের সামর্থ্যকে আরও ভালোভাবে কাজে লাগাতে পারত। এই উইকেটে তিনশর বেশি রান সহজেই করতে পারত। তবে তাদের বোলিং ভালো হয়েছে। টেস্ট সিরিজেও আমি তাদের বোলিং দেখেছি যা দুর্দান্ত ছিল।'


promotional_ad

সিরিজের বাকি এখনও দুটি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন কন্ডিশনে সিরিজ জেতা সহজ হবে না টাইগারদের জন্যে, এমনটাও জানিয়ে রাখলেন বদ্রি। বাংলাদেশের সামর্থ্যের প্রতি সম্মান থাকলেও ওয়েস্ট ইন্ডিজের সাম্প্রতিক পারফরম্যান্সে বাস্তবতা দেখিয়ে দিলেন বদ্রি।


তিনি বলেন, 'ওয়েস্ট ইন্ডিজে শর্টার ফরম্যাটে ৫০ ওভারের ম্যাচ অনুযায়ী বাংলাদেশ ভালোই খেলেছে। গত বেশ কয়েকটি সিরিজে এই দুটি দল বেশ ভালো খেলেছে। ইংল্যান্ডের বিপক্ষে শেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলেছে, আজও জিতল। আবার এই ধরনের কন্ডিশনে বাংলাদেশ ভালোই করছে। শেষ যখন বাংলাদেশ এখানে এসেছিল তখন ওয়ানডে সিরিজ ছিল গায়ানাতে। স্পিনবান্ধব উইকেট ছিল।'


'এবার স্যাবেইনা পার্কে খেলা, যা স্পিনবান্ধব নয়। তাই বাংলাদেশের জন্য এটা কঠিন ছিল। আমি এখনও মনে করি তাদের দলটি বেশ কোয়ালিটিফুল। তাদের মেহেদী হাসান মিরাজের মতো স্পিনার আছে, যার অনেক অভিজ্ঞতা আছে। মাহমুদউল্লাহ রিয়াদের কথা বলতে হয়। এটা তাদের জন্য কঠিন কিছু নয়। তবে এই ফরম্যাটে এখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জিং।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball