ওয়েস্ট ইন্ডিজে অনেক বড় বড় দলও ভোগে: তাসকিন

ছবি: সংগৃহীত

কিংস্টনে জয়ের জন্য ২৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে পাঁচটি উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম। তবে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নেন তাসকিনও। তিনে নামা কেসি কার্টি তার বলেই উইকেটরক্ষক লিটন দাসকে ক্যাচ দেন।
‘ওরা হয়ত মানিয়ে নিতে পারেনি’ হেসনের সমালোচনার জবাবে ইমন
৪ ঘন্টা আগে
তারপর মিডল অর্ডারে জাস্টিন গ্রিভসকে ফেরান তাসকিন। তাকে বোল্ড করে মাঠ ছাড়া করেন এই পেসার। ১০১ রানের জয়ে তাই উচ্ছ্বসিত তিনি। বিশেষ করে সাম্প্রতিক সময়ে এই ফরম্যাটে বাংলাদেশের পাফরম্যান্সের গ্রাফ পড়তি অবস্থায় থাকায় ক্যারিবিয়ান বধে ইতিবাচক কিছুই খুঁজে নিচ্ছেন তাসকিন।
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা অর্জন। আমরা টেস্ট সিরিজ ড্র করলাম। কারণ, ওদের কন্ডিশনে অনেক বড় বড় দলও ভোগে।’

‘আমরা একটু কঠিন সময় পার করছিলাম। পাকিস্তানের সঙ্গে সিরিজ জয়ের পর কয়েকটি সিরিজ হারাতে আমরা মানসিকভাবে একটু পিছিয়ে ছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। দুটো ম্যাচেই আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি।’
ভারতকে বেশি অর্থ দিয়ে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজকে বঞ্চিত করছে আইসিসি, দাবি ভনের
১২ ঘন্টা আগে
কাঁধের চোটের কারণে মাসখানেক আগেও ভুগতে দেখা গেছে তাসকিনকে। সেখান থেকে ফিট হয়ে খেলতে নেমে সিরিজসেরার পুরষ্কার পাওয়ায় তাই বাড়তি আনন্দ দিচ্ছে দুই ম্যাচে ১১ উইকেট নেয়া এই পেসারকে। সামনে আরও সুদিনের অপেক্ষায় তিনি।
তাসকিন আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহতালা আমাকে এই পুরস্কারটি দিয়েছেন সিরিজসেরার। ইনশআল্লাহ, আরও অনেক (পুরস্কার) আসবে। আমি আমার শোল্ডার নিয়ে (কাঁধের চোট কাটিয়ে) টেস্ট ক্রিকেটে আসার জন্য অনেক চেষ্টা করছিলাম। আল্লাহর রহমতে আগের চেয়ে ভালো আছি। আশা করছি, আল্লাহ চাইলে এমন অনেক বড় অর্জন হবে সামনে।’