ব্যাটে-বলে প্রোটিয়াদের উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

ভারত- সাউথ আফ্রিকা সিরিজ
ব্যাটে-বলে প্রোটিয়াদের উড়িয়ে সিরিজে এগিয়ে গেল ভারত
ভারতীয় দল, এএফপি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
৫ ম্যাচ সিরিজের প্রথম ২ ম্যাচ শেষে সিরিজ ছিল ১-১ সমতায়। যারা জিতবে তারাই সিরিজে এগিয়ে যাবে এমন সমীকরণের মুখে ছিল ভারত ও সাউথ আফ্রিকার সামনে। এমন ম্যাচেই প্রোটিয়াদের রীতিমতো উড়িয়ে দিয়েছে ভারত। টস জিতে বোলিং করতে নেমে সাউথ আফ্রিকাকে ১১৭ রানেই অল আউট করে দেয় ভারত।

এদিন প্রোটিয়া ব্যাটার এইডেন মার্করাম ছাড়া আর কেউই বলার মতো কিছু করতে পারেননি। মার্করাম একপ্রান্ত আগলে রেখে খেলেছেন ৪৬ বলে ৬১ রানের ইনিংস। আর তাতেই লড়াইয়ের পুঁজি পায় সাউথ আফ্রিকা। এর বাইরে দুই অঙ্কে যেতে পেরেছেন কেবল দুজন।

ডেনোভান ফেরেইরা আউট হয়েছেন ১৫ বলে ২০ রান করে। আর এনরিখ নরকিয়া করেছেন ১২ বলে ১২। আর তাতেই একশ পেরুতে পারে সাউথ আফ্রিকা। দিনের শুরু থেকেই বল হাতে আগুন ঝড়িয়েছেন আর্শদীপ সিং। তার তাণ্ডবে ২ রানেই ২ উইকেট হারায় সাউথ আফ্রিকা।

এরপর প্রোটিয়াদের চেপে ধরেন হার্শিত রানাও। সাউথ আফ্রিকা ৭ রানে হারায় ৩ উইকেট। এক পর্যায়ে ৭৭ রান তুলতে তারা হারিয়ে ফেলে ৭ উইকেট। সেখান থেকে দলটির সংগ্রহ একশ পাড় করতে বড় ভূমিকা রেখেছেন মার্করাম। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন আর্শদীপ, হার্শিত, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

একটি করে উইকেট পান হার্দিক পান্ডিয়া ও শিভম দুবে। জবাবে খেলতে নেমে ভারত ওপেনিং জুটিতে তোলে ৬০ রান। অভিষেক শর্মা ভালো শুরুর পর আউট হন ৩৫ রান করে। আরেক ওপেনার শুভমান গিল আউট হন ২৮ রান করে। ১২ রান করে ফিরেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব।

যদিও ভারতকে আর কোনো উইকেট হারাতে দেননি তিলক ভার্মা ও দুবে। তিলক ২৬ ও দুবে ১০ রান করে অপরাজিত থেকে ভারতের ৭ উইকেটের জয় নিশ্চিত করেছেন। প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট নেন লুঙ্গি এনগিডি, মার্কো জানসেন ও করবিন বশ।

আরো পড়ুন: ভারত