বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মিলনে, বদলি ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপ
অ্যাডাম মিলনে
অ্যাডাম মিলনে
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনে। এসএ টোয়েন্টিতে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোটে পড়েন তিনি। এ চোটের কারণেই বিশ্বকাপে তাকে পাওয়া যাবে না। তার বদলি হিসেবে নিউজিল্যান্ড দলে জায়গা পেয়েছেন কাইল জেমিসন।

গত রবিবার এমআই কেপটাউনের বিপক্ষে সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে প্রথম ওভার করতে নেমেই চোট পান মিলনে। পরবর্তী স্ক্যানে তার হ্যামস্ট্রিংয়ের চোট ধরা পড়ে। এসএ টোয়েন্টিতে ভালোই ফর্মে ছিলেন মিলনে। ১৬.২৭ গড়ে ও ৭.৬১ ইকোনমিতে ১১ উইকেট নিয়েছিলেন তিনি।

এই পেসারের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার। মিলনেকে না পাওয়া নিউজিল্যান্ডের জন্য বড় ধাক্কা মনে করছেন তিনি। বিশেষ করে এই পেসার বেশ ছন্দে ছিলেন। তবে দ্রুতই মিলনে সুস্থ হয়ে উঠবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন কিউই কোচ।

তিনি বলেন, 'অ্যাডামের জন্য আমরা সবাই ভীষণ হতাশ। টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত করতে সে খুব পরিশ্রম করেছিল এবং ইস্টার্ন কেপ সানরাইজার্সের হয়ে আট ম্যাচে নিজের সেরা ছন্দে ফিরছিল। দুর্ভাগ্যজনকভাবে সময়টা তার জন্য খুব খারাপ গেল। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।'

জেমিসন বর্তমানে ভারতের বিপক্ষে চলমান সিরিজে নিউজিল্যান্ড দলে আছেন এবং ট্রাভেলিং রিজার্ভ থেকে তাকে মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। ৩১ জানুয়ারি পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তনের সুযোগ রয়েছে। এরপর আইসিসির অনুমতি নিতে হবে স্কোয়াডে পরিবর্তন আনার ক্ষেত্রে।

জেমিসনকে নিয়ে ওয়াল্টার বলেন, 'কাইল ইতোমধ্যে আমাদের সঙ্গে এখানে ভারতে আছে—এটা দারুণ খবর। আমাদের পেস বোলিং ইউনিটের সে একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এই সফরে শুরু থেকেই ভালো ছন্দে আছে। সে কঠোর পরিশ্রমী, প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা আছে—যা বিশ্বকাপে তার কাজে লাগবে।'

পিঠের চোট কাটিয়ে গত বছরের শেষ দিকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর চলতি মাসের শুরুতে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারসেরা ৪১ রানে ৪ উইকেট নেন জেমিসন। এর আগে নিউজিল্যান্ড জানায়, ম্যাট হেনরি ও লকি ফার্গুসন বিশ্বকাপ চলাকালে পিতৃত্বকালীন ছুটির কারণে কিছু ম্যাচে বাইরে থাকতে পারেন।

আরো পড়ুন: