ফেরেইরার পর বিশ্বকাপ দলে থাকা মিলারের চোট

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ডেভিড মিলার, এসএ টোয়েন্টি
ডেভিড মিলার, এসএ টোয়েন্টি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ডনোভান ফেরেইরার পর এসএ টোয়েন্টি খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়েছেন ডেভিড মিলার। বাঁহাতি ব্যাটারের কুঁচকির চোটে উদ্বেগ বাড়াচ্ছে সাউথ আফ্রিকার। ফেরেইরার পাশাপাশি মিলারকে বিশ্বকাপে পাওয়া যাবে কিনা তা এখনো নিশ্চিত নয়। দুজনই ছিটকে বড় ধাক্কা খেতে পারে সাউথ আফ্রিকা।

চলতি এসএ টোয়েন্টিতে পার্ল রয়্যালসকে নেতৃত্ব দিচ্ছিলেন মিলার। ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সেরা চারে জায়গা করে নিলেও এলিমিনেটরে বাঁহাতি ব্যাটারকে পাচ্ছে না পার্ল। ফ্র্যাঞ্চাইজিটির শেষ ম্যাচ ছিল জোবার্গের বিপক্ষে। সেই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে জোবার্গ। ইনিংসের ১৬তম ওভারে ফিল্ডিং করার সময় অস্বস্তি অনুভব করতে দেখা যায় মিলারকে।

ওই সময় ফিল্ডিং করা বাদ দিয়ে ড্রেসিং রুমে ফিরে যান বাঁহাতি ব্যাটার। বাকিটা সময় ফিল্ডিং করতে দেখা যায়নি তাকে। এমনকি ব্যাটিংয়েও নামতে পারেননি সাউথ আফ্রিকান তারকা। মিলারের চোট ধরন এবং কতদিন বাইরে থাকতে হবে তা এখনো নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে কুঁচকির চোটে পড়েছেন তিনি।

ম্যাচ শেষে চোট নিয়ে জানতে চাওয়া হলে মিলার বলেন, ‘আমি জানি না। কাল যখন উঠব (ঘুম থেকে) তখন দেখব। অবশ্যই, আদর্শ কিছু নয়।’ সাউথ আফ্রিকার বিশ্বকাপ দলের তৃতীয় ক্রিকেটার হিসেবে চোটে পড়লেন মিলার। ডিসেম্বরে পাওয়া হ্যামস্ট্রিং চোট থেকে সেরে উঠছেন টনি ডি জর্জি।

কাঁধের চোটে এসএ টোয়েন্টি শেষ হয়েছে ফেরেইরা। ১৭ জানুয়ারি প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে ফিল্ডিং করার সময় ইনিংসের শেষ বলে বেকাদায় পড়েন তিনি। পরবর্তীতে ব্যাটিংয়ে নামলেও এক বলের বেশি খেলতে পারেননি। কাঁধে ব্যথা অনুভব করায় রিটায়ার্ট হার্ট হয়ে মাঠ ছাড়েন। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন ফেরেইরা।

আরো পড়ুন: