দ্বিতীয় টেস্টে নেই গিল, অধিনায়ক পান্ত
ঘাড়ের ব্যথা নিয়ে কলকাতা টেস্টের মাঝেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন শুভমান গিল। দ্রুততার সঙ্গে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে টিম হোটেলে ফিরলেও দ্বিতীয় টেস্টে ভারতের অধিনায়কের খেলা নিয়ে শঙ্কা ছিল। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলা হচ্ছে না গিলের। অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে ঋষভ পান্তকে।