বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ধনঞ্জয়া

শ্রীলঙ্কা-পাকিস্তান সিরিজ
শ্রীলঙ্কার অনুশীলনে ধনঞ্জয়া ডি সিলভা
শ্রীলঙ্কার অনুশীলনে ধনঞ্জয়া ডি সিলভা
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলে সবচেয়ে বড় চমক ধনঞ্জয়া ডি সিলভা। টেস্ট অধিনায়ক হলেও টি-টোয়েন্টি দলে ব্রাত্য ছিলেন এই অলরাউন্ডার। এবার তাকে ফিরিয়েই স্কোয়াড ঘোষণা করেছে লঙ্কানরা।

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার মিশনে ধনঞ্জয়াকে যুক্ত করেছে লঙ্কানরা। মঙ্গলবার পাকিস্তান সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। ধনাঞ্জয় সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৪ সালের জুনে নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর লম্বা সময় সীমিত ওভারের দলের বাইরে ছিলেন তিনি।

বিশ্বকাপের ঠিক আগে তাকে দলে ফিরিয়ে নতুন বার্তা দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। ফেব্রুয়ারি ও মার্চে ভারত-শ্রীলঙ্কায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই বিশ্ব আসরের আগে পাকিস্তান সিরিজটি হতে চলেছে শ্রীলঙ্কার শেষ প্রস্তুতির সুযোগ।

শ্রীলঙ্কা দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার দাসুন শানাকা। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার। শুক্রবার দ্বিতীয় ম্যাচ খেলবে দুই দল। আর রবিবার শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। সিরিজের সবগুলো ম্যাচই হবে ডাম্বুলায়।

শ্রীলঙ্কা স্কোয়াড-

দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, ধনাঞ্জয় ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, দুশান হেমান্থ, ট্রাভিন ম্যাথিউ, দুশমান্থ চামিরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা ও ইশান মালিঙ্গা।

আরো পড়ুন: