একটি অভিজ্ঞ ও ভারসাম্যপূর্ণ দল ঘোষণা করেছে নামিবিয়া। স্কোয়াডে রয়েছে জ্যান ফ্রাইলিঙ্ক, জে জে স্মিট ও নিকোল লফটি-ইটনের মতো অভিজ্ঞ অলরাউন্ডার। এই সংমিশ্রণ নামিবিয়াকে শক্তিশালী করার পাশাপাশি টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত রাখবে।
স্কোয়াডে উইকেটরক্ষক ব্যাটার জেন গ্রিন প্রধান ভূমিকা রাখবেন। দলের তরুণ ব্যাটার আলেকজান্ডার বাসিং-ভোলসচেঙ্ককে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে রাখা হয়েছে।
এরাসমাস বলেন, 'আমাদের লক্ষ্য স্পষ্ট। প্রতিটি ম্যাচে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখানো। দল প্রস্তুত এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।'
নামিবিয়া ২০২১ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করে এবং এবার ধারাবাহিক চতুর্থবারের মতো টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ২০২৫ সালে আফ্রিকা রিজিওনাল ফাইনালে রানার্স-আপ হয়ে তারা সরাসরি কোয়ালিফাই করে।
দলটি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ A–তে রয়েছে, যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলো হল নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, পাকিস্তান এবং আয়োজক ভারত। ২০২৪ সালের টুর্নামেন্টে নামিবিয়া গ্রুপে চতুর্থ স্থান অর্জন করেছিল। সেবার ওমানের বিপক্ষে সুপার ওভারে জিতেছিল তারা।
নামিবিয়া স্কোয়াড – গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), জেন গ্রিন, বার্নার্ড স্কল্টজ, রুবেন ট্রাম্পেলম্যান, জে জে স্মিট, জ্যান ফ্রাইলিঙ্ক, লোরেন স্টিনক্যাম্প, মালান ক্রুগার, নিকোল লফটি-ইটন, জ্যাক ব্রাসেল, বেন শিকাঙ্গো, জে সি বাল্ট, ডিলান লাইচর, ডব্লিউপি মাইবার্গ ও ম্যাক্স হেইঙ্গো।
ট্রাভেলিং রিজার্ভ: আলেকজান্ডার ভোলসচেঙ্ক