সিমিলানের ফুলার লেংথ ডেলিভারিতে কভারে ঠেলে দিয়ে দুই রান নেন ট্রাম্পেলমান। পরের বলে আরেকটি রান নিয়ে স্কোর লেভেল করেন তিনি। শেষ দুই বলে যখন এক রান প্রয়োজন তখন পঞ্চম বল ডট দেন গ্রিন। যদিও নামিবিয়ার জয় হাত ছাড়া হতে দেননি বাঁহাতি এই ব্যাটার। সিমিলানের ফুলটস ডেলিভারিতে মিড উইকেটের উপর চার মেরে নামিবিয়ার ৪ উইকেটের জয় নিশ্চিত করেন গ্রিন। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটা জিতে সিরিজটা নিজেদের করে নিয়েছে নামিবিয়া।
নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয়বারের মতো শেষ বলে ম্যাচ জিতল নামিবিয়া। এর আগে ২০২২ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষেও শেষ বলে জিতেছিল তারা। সাউথ আফ্রিকার ক্ষেত্রে দ্বিতীয়বারের মতো শেষ বলে টি-টোয়েন্টি হার। ২০১৯ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার কাছে শেষ বলে হেরেছিল প্রোটিয়ারা। আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার পর চতুর্থ পূর্ণ সদস্যের দেশ হিসেবে সাউথ আফ্রিকাকে টি-টোয়েন্টিতে হারাল নামিবিয়া।
নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামেন জেরার্ড এরাসমাসরা। জয়ের জন্য ১৩৫ রানের লক্ষ্য তাড়ায় দ্রুতই দুই ওপেনারকে হারায় তারা। তৃতীয় ও চতুর্থ ওভারে জ্যান ফ্র্যাইলিঙ্ক ও লরেন স্টিনক্যাম্পের উইকেট হারায় স্বাগতিকরা। তৃতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন নিকোল লফটি-ইটন ও এরাসমাস। যদিও তাদের দুজনের জুটি খুব বেশি বড় হয়নি। ৭ রান করে ফেরেন নিকোল।
একটু পর আউট হয়েছেন এরাসমাসও। তিন চারে ২১ বলে ২১ রান করেছেন নামিবিয়ার অধিনায়ক। ভালো শুরু পাওয়া জেজে স্মিট করেছেন ১৪ বলে ১৩ রান। নামিবিয়ার রান একশ পেরিয়ে যাওয়ার পর আউট হয়েছেন ২১ বলে ১৮ রান করা মালান ক্রুগার। শেষের দিকে এক ছক্কা ও দুই চারে ২৩ বলে অপরাজিত ৩০ রান করে জয় নিশ্চিত করেন গ্রিন। তাকে সঙ্গ দেয়া ট্রাম্পেলমান করেছেন ১১ রান।
এর আগে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে সাউথ আফ্রিকা। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেছেন জে স্মিথ। এ ছাড়া রুবিন হারমান ২৩, লুয়ান ড্রে-প্রিটোরিয়াস ২২ এবং বিজর্ন ফরটুইন ১৯ রানে অপরাজিত ছিলেন। নামিবিয়ার হয়ে তিনটি উইকেট নিয়েছেন ট্রাম্পেলমান। দুইটি উইকেট পেয়েছেন ম্যাক্স হেইঞ্জো।