অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন স্মিথ

অ্যাশেজ
স্টিভ স্মিথ, ফাইল ফটো
স্টিভ স্মিথ, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অবসর নিয়ে চলমান আলোচনা উড়িয়ে দিয়েছেন স্টিভ স্মিথ। নিজের ভবিষ্যৎ নিয়ে পরিষ্কার বার্তা দিয়েছেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত এই অধিনায়ক। সিডনিতে অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ কেমন হবে, সে বিষয়েও ইংল্যান্ডকে রেখেছেন ধোঁয়াশায়।

সিডনি টেস্টের পর উসমান খাওয়াজার অবসর এবং নাথান লায়নের চোটের কারণে দলে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের একজন হয়ে উঠছেন ৩৬ বছর বয়সী স্মিথ। ২০২৭ সালে ইংল্যান্ডে পরের অ্যাশেজে তাকে দেখা যাবে কিনা, এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও জানিয়েছেন, ক্রিকেট তিনি এখনো উপভোগ করছেন।

নিজের ভবিষ্যৎ নিয়ে স্মিথ বলেন, 'আমি দিন ধরে, সিরিজ ধরে ভাবছি। শেষে কোথায় গিয়ে দাঁড়ায়, সেটা দেখা যাবে। এই মুহূর্তে ভালো খেলছি, উপভোগ করছি এবং দলের জন্য অবদান রাখছি। তাই নির্দিষ্ট কোনো শেষ তারিখ নেই।'

১২২ টেস্টে ১০ হাজারের বেশি রান করা এই ব্যাটার আপাতত খেলাটায় আনন্দ খুঁজে পাচ্ছেন বলেই জানান। খাওয়াজার অবসর প্রসঙ্গেও মন্তব্য করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

স্মিথের ভাষায়, 'উসমান আমাদের সবচেয়ে অভিজ্ঞদের একজন। তাই ও আর আমি যদি একসঙ্গে এই সপ্তাহেই সরে যাই, সেটা আদর্শ হবে না। না, আমি খেলতে চাই।'

পার্থ টেস্টের আগে গলফ খেলা নিয়ে হওয়া সমালোচনা প্রসঙ্গে স্মিথ বলেন, 'সে সবসময় একইভাবে প্রস্তুতি নেয় এবং কঠোর পরিশ্রম করে। ম্যাচের আগের দিন গলফ খেলেছিল বলেই যে সমালোচনা হয়েছিল, সেটা অন্যায্য। ১৫ বছর ধরে সে এভাবেই করেছে এবং দারুণ একটা ক্যারিয়ার গড়েছে।'

সিডনি টেস্টে দলগঠন নিয়েও ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছেন স্মিথ। তিনি বলেন, 'সব বিকল্পই খোলা আছে, দু’জন অলরাউন্ডার, স্পিনার কিংবা স্পিনার ছাড়া দলও হতে পারে। উইকেট দেখে তারপর সিদ্ধান্ত নেব। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ, আমরা সিরিজটা ভালোভাবে শেষ করতে চাই।'

আরো পড়ুন: