স্কট বোল্যান্ডের গুড লেংথ ডেলিভারিতে ফাইন লেগ দিয়ে চার মেরে ব্যাট উঁচিয়ে ধরলেন রুট। অস্ট্রেলিয়ার মাটিতে ডানহাতি ব্যাটারের প্রথম সেঞ্চুরির উদযাপনে কমতি রাখলেন না ব্রিসবেনের সমর্থকরা। অস্ট্রেলিয়াতে প্রথম সেঞ্চুরি করে খরা কাটালেও প্রথম দিনের একক নায়ক বনে যেতে পারেননি রুট। লাইন, লেংথ আর গতির ঝলকে ইংলিশ ব্যাটারদের রীতিমতো ভড়কে দিয়েছেন মিচেল স্টার্ক। গোলাপি বলের রাজা বনে যাওয়া বাঁহাতি পেসার ফিরিয়েছেন বেন ডাকেট, ওলি পোপ, হ্যারি ব্রুক, উইল জ্যাকস, ব্রাইডন কার্স এবং গাস আটকিনসনকে। স্টার্কের ৬ উইকেট পাওয়ার দিনে রুটের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৯ উইকেটে ৩২৫ রান করেছে ইংল্যান্ড।
ব্রিসবেনে টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের শুরুটা হয়েছে নড়বড়ে। ইনিংসের প্রথম ওভারে উইকেট নেয়াকে রীতিমতো ‘প্রথা’ বানিয়ে ফেলেছেন স্টার্ক। পার্থে দুই ইনিংসেই জ্যাক ক্রলিকে আউট করা বাঁহাতি পেসার ব্রিসবেনের প্রথম ইনিংসে নিয়েছেন ডাকেটের উইকেট। টেস্ট ক্যারিয়ারে ২৬তম বার প্রথম ওভারেই উইকেট নেয়ার কীর্তি গড়েছেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে এসে তুলে নিয়েছেন পোপের উইকেটও। বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বলে ইন সাইড এজে বোল্ড হয়েছেন তিনি।
৫ রানে ২ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ে তোলেন রুট ও ক্রলি। দিনের প্রথম সেশনের বাকিটা সময়টা বেশ ভালোভাবেই কাটিয়ে দিয়েছেন তারা দুজন। লাঞ্চ ব্রেকে যাওয়ার আগে দুর্দান্ত ব্যাটিংয়ে ৬৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ক্রলি। ৯৮ রান নিয়ে লাঞ্চে যান ইংলিশরা। তবে লাঞ্চ থেকে ফিরে উইকেট হারায় সফরকারীরা। মাইকেল নেসারের ব্যাক অব লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দিয়েছেন ৯৩ বলে ৭৬ রানের ইনিংস খেলা ক্রলি।
ডানহাতি ওপেনার ফিরলেও হ্যারি ব্রুককে সঙ্গে নিয়ে এগোতে থাকেন রুট। ৮৩ বলে পেয়েছেন হাফ সেঞ্চুরিও। ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি ব্রুক। স্টার্কের অফ স্টাম্পের বাইরের বলে এজ হয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন ৩১ রান করা এই ব্যাটার। ব্রুককে ফিরিয়ে ওয়াসিম আকরামকে (৪১৪ উইকেট) ছাঁড়িয়ে যান তিনি। সাদা পোশাকের ক্রিকেটে বাঁহাতি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন স্টার্ক। দলের রান দুইশ পেরিয়ে যাওয়ার পর আউট হয়েছেন বেন স্টোকসও।
ব্রেন্ডান ডগেটের বলে মিড অফে ঠেলে দিয়ে সিঙ্গেল নিতে চেয়েছিলেন ইংলিশ অধিনায়ক। স্টোকসের ডাকে সাড়া দেননি রুট। কভার থেকে দৌড়ে এসে সরাসরি থ্রোতে স্টাম্প ভাঙেন জশ ইংলিস। রান আউট হয়ে ফিরতে হয় ১৯ রান করা বাঁহাতি ব্যাটারকে। একটু পর ডাক মেরেছেন জেমি স্মিথ। ব্যাটিংয়ে নেমে দ্রুত রান বাড়ানোর চেষ্টা করলেও ১৯ রানের বেশি করতে পারেননি জ্যাকস। দ্রুত ফিরে গেছেন অ্যাটকিনসনও। একই ওভারে কার্সের উইকেটও নিয়েছেন স্টার্ক।
যদিও তাদের দুজনের ফেরার আগেই ১৮১ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন রুট। মারিউস লেয়ান্দের পর দ্বিতীয় ইংলিশ ব্যাটার হিসেবে গ্যাবার প্রথম দিনে সেঞ্চুরি করেছেন তিনি। ২৯ ইনিংসের আক্ষেপ কাটিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে তিন অঙ্ক ছুঁয়েছেন ডানহাতি এই ব্যাটার। সেঞ্চুরির পর দ্রুত রান তুলতে থাকেন রুট। পাশাপাশি আক্রমণাত্বক ব্যাটিং করে ২৬ বলে ৩২ রান করে অপরাজিত জফরা আর্চার। দিন শেষে রুট অপরাজিত আছেন ১৩৫ রানে। অস্ট্রেলিয়ার হয়ে ৭১ রানে ৬ উইকেট নিয়েছেন স্টার্ক।