টি-টোয়েন্টিতে ফিরছেন গিল-হার্দিক

ভারত-সাউথ আফ্রিকা সিরিজ
টি-টোয়েন্টিতে ফিরছেন গিল-হার্দিক
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
কলকাতা টেস্টের প্রথম ইনিংসে তিন বল খেলার পরই ঘাড়ের সমস্যা নিয়ে মাঠ ছেড়েছিলেন শুভমান গিল। পরবর্তীতে ভারতের টেস্ট অধিনায়ক হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। একদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও মাঠের ক্রিকেটে ফিরতে পারেননি গিল। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও খেলতে পারেননি ডানহাতি এই ব্যাটার।

এমনকি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডে রাখা হয়নি তাকে। চোটে কাটিয়ে গিল ফিরতে না পারায় ৫০ ওভারের ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল। তবে সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফিরতে যাচ্ছেন গিল। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, কোন প্রকার অস্বস্তি ছাড়াই সবশেষ কয়েক দিনে ব্যাটিং করেছেন তিনি।

মাঠের ক্রিকেটে ফিরতে পুনর্বাসনে যা করা প্রয়োজন সবই করেছেন গিল। তাকে টি-টোয়েন্টি স্কোয়াডে রাখবেন অজিত আগারকার। তবে প্রথম ম্যাচে যদি ফিরতে না পারেন সেক্ষেত্রে দ্বিতীয় ম্যাচ থেকে ডানহাতি ব্যাটারের খেলা প্রায় নিশ্চিত। আগামী দুই-একদিনের মধ্যে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা হবে এবং গিলও দ্রুতই মেডিকেল বিভাগের অনুমোদন পাবেন।

গিলের পাশাপাশি টি-টোয়েন্টিতে ফিরছেন হার্দিক পান্ডিয়াও। গত সেপ্টেম্বরে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচ খেলার সময় চোটে পড়েছিলেন তারকা অলরাউন্ডার। কুশল মেন্ডিসকে আউট করার পর প্রথম ওভার শেষেই মাঠে ছেড়েছিলেন তিনি। এমন অবস্থায় পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল খেলতে পারেননি হার্দিক।

ভারত অস্ট্রেলিয়া সফর করলেও সেখানে ছিলেন না তিনি। চোট কাটিয়ে সৈয়দ মুশতাক আলী ট্রফি দিয়ে মাঠে ফিরেছেন ভারতীয় অলরাউন্ডার। মাস দুয়েক পর প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে বোলিংয়ে ৫২ রানে ১ উইকেট নেয়ার পাশাপাশি অপরাজিত ৭৭ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছেন। নির্বাচকরাও তাই হার্দিককে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন।

আরো পড়ুন: ভারত