ব্রিসবেনে থেকেও নেই কামিন্স, আবারো নেতৃত্বে স্মিথ

অ্যাশেজ
ব্রিসবেনে থেকেও নেই কামিন্স, আবারো নেতৃত্বে স্মিথ
প্যাট কামিন্স ও স্টিভ স্মিথ, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সিডনির নেটে পুরো রান-আপে বোলিং করেছেন প্যাট কামিন্স। যদিও ম্যাচ খেলার মতো ফিট নন অস্ট্রেলিয়ার অধিনায়ক। স্টিভ স্মিথের বিপক্ষে তীব্র গতিতে বোলিং করলেও অ্যাশেজের দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারছেন না এই অধিনায়ক। কদিন আগেই জশ হ্যাজেলউডের অনুপস্থিতিও নিশ্চিত হয়ে যায়।

পার্থ টেস্টে কামিন্স–হ্যাজেলউডকে ছাড়াই আট উইকেটের জয়ে চলমান অ্যাশেজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। সেই ম্যাচের স্কোয়াডই ব্রিসবেনের দিন-রাতের টেস্টে অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ, নেতৃত্ব দেবেন স্মিথই। প্রথম টেস্টের একাদশে না থাকা জশ ইংলিশ, বেউ ওয়েবস্টার ও মাইকেল নেসারও স্কোয়াডে টিকে গেছেন।

স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে ব্রিসবেনে থাকবেন কামিন্স। তার পরের বোলিং সেশন সোমবার। তাকে বিশ্রাম দেয়ার কারণ মূলত ঝুঁকি এড়ানো। তৃতীয় টেস্টের আগে সেরে উঠতে তিনি বাড়তি দুই সপ্তাহ সময় পাচ্ছেন। ফল হিসেবে অভিষেকে ভালো করা ব্রেন্ডন ডগেটের একাদশে থাকা নিশ্চিত।

উসমান খাওয়াজা পিঠের চোট কাটিয়ে স্কোয়াডে আছেন, যদিও তার একাদশে থাকা অনিশ্চিত। দ্বিতীয় ইনিংসে ওপেন করে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো ট্রাভিস হেডকে ওপেনিংয়ে রাখার পরামর্শ দিয়েছেন অনেক সাবেক ক্রিকেটার। এমন হলে মিডল অর্ডারে জায়গা পেতে পারেন অলরাউন্ডার ওয়েবস্টার।

তবে গোলাপি বলের শুরুতে সুইং-মুভমেন্টের বিপদ এড়াতে হেডকে পাঁচ নম্বরে ফেরানোর মতও আছে। সেই ক্ষেত্রে খাওয়াজাই দলে থাকতে পারেন। একাদশ নিয়ে আরেকটি ভাবনার জায়গা স্পিন বোলিং। পার্থে মাত্র দুই ওভার করানো নাথান লায়নকে গোলাপি বলেও সীমিত ভূমিকা দিতে হতে পারে।

সেক্ষেত্রে তাকে বাদ দিয়ে ওয়েবস্টার বা নেসারকে খেলানোর আলোচনা প্রবল। ব্রিসবেন টেস্ট শুরু হবে আগামী বৃহস্পতিবার। পার্থ টেস্ট দুই দিনেই শেষ হওয়ায় অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা বাড়তি বিরতি শেষে ৩০ নভেম্বর ব্রিসবেনে একত্র হবেন।

আরো পড়ুন: প্যাট কামিন্স