ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং করছিলেন পান্ত। ইনিংসের ৬৮তম ওভারে ক্রিস ওকসের বলে রিভার্স সুইপ করতে চেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। তবে ব্যাটে না লেগে আঘাত হানে ডান পায়ে। তাৎক্ষণিকভাবে পান্তের পা থেকে রক্ত বের হয়। প্রাথমিক চিকিৎসা দেয়ার পরও পায়ের উপর ভর করে দাঁড়াতে পারছিলেন না তিনি। যার ফলে পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এমন অবস্থায় পান্তের পরিবর্তে পুরো টেস্টে কিপিং করেন ধ্রুব জুরেল।
যদিও দ্বিতীয় ইনিংসে দলের প্রয়োজনে ব্যাটিং করতে নেমেছিলেন পান্ত। তবে চোট গুরুতর হওয়ায় সিরিজের শেষ টেস্টে খেলতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া চোটে এশিয়া কাপ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পাশাপাশি চলমান অস্ট্রেলিয়া সফরও মিস করেছেন তিনি। প্রায় মাস তিনেক পর চোট কাটিয়ে ফিরতে যাচ্ছেন ভারতের উইকেটকিপার ব্যাটার। আগামী ৩০ অক্টোবর থেকে বেঙ্গালুরুতে শুরু হবে প্রথম চারদিনের ম্যাচ।
সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ শুরু হবে ৬ নভেম্বর থেকে। দুই ম্যাচেই ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন পান্ত। যেখানে সহ-অধিনায়ক হিসেবে থাকবেন সাই সুদর্শন। প্রথম চারদিনের ম্যাচে তাদের দুজন ছাড়াও আছেন এন জাগাদিশান, দেবদূত পাডিকাল, রজত পাতিদার, আনশুল কাম্বোজ ও খলিল আহমেদের মতো ক্রিকেটাররা। দ্বিতীয় চারদিনের ম্যাচে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে রাখা হয়েছে।
সাউথ আফ্রিকা সিরিজের প্রস্তুতি নিতে পান্তের নেতৃত্বে দ্বিতীয় চারদিনের ম্যাচ খেলবেন লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, সুদর্শন, পাডিকাল, অভিমন্যু ইশ্বরন, প্রসিধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ। ইংল্যান্ড সফরে ইনজুরিতে পড়েছিলেন পেসার আকাশ দীপ। তিনিও ফিরছেন সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা হার্শ দুবে, তানুশ কোটিয়ানদের স্কোয়াডে রেখেছে ভারত।
প্রথম চারদিনের ম্যাচের জন্য ভারত ‘এ’ দলের স্কোয়াড— ঋষভ পান্ত (অধিনায়ক), আয়ুশ মাহাত্রে, এন জাগাদিশান, সাই সুদর্শন, দেবদূত পাডিকাল, রজত পাতিদার, হার্শ দুবে, তানুশ কোটিয়ান, মানব সুথার, আনশুল কাম্বোজ, ইয়াশ ঠাকুর, আয়ুশ বাদোনি, সারাংশ জৈন, গুরনর ব্রার, খলিল আহমেদ।
দ্বিতীয় চারদিনের ম্যাচের জন্য ভারত ‘এ’ দলের স্কোয়াড— ঋষভ পান্ত (অধিনায়ক), লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, সাই সুদর্শন, দেবদূত পাডিকাল, রুতুরাজ গায়কোয়াড়, হার্শ দুবে, তানুশ কোটিয়ান, মানব সুথার, খলিল আহমেদ, গুরনর ব্রার, অভিমন্যু ইশ্বরন, প্রসিধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ এবং আকাশ দীপ।