লিগ খেলতে অ্যাশেজে ‘থাকবেন না’ সাউদি, বদলি সেকার

আন্তর্জাতিক
লিগ খেলতে অ্যাশেজে থাকবেন না সাউদি, বদলি সেকার
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
কোচিং স্টাফের সদস্য হিসেবে ব্রেন্ডন ম্যাককালামদের সঙ্গেই অস্ট্রেলিয়া সফরে যাবেন টিম সাউদি। তবে প্রথম টেস্টের পরই অস্ট্রেলিয়া ছাড়বেন নিউজিল্যান্ডের সাবেক এই পেসার। ওই সময় সংযুক্ত আরব আমিরাতে হওয়া ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে খেলবেন তিনি। এমন অবস্থায় পেস বোলিং কোচ হিসেবে ডেভিড সেকারকে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলতে ইংল্যান্ডের চাকরি ছেড়েছিলেন জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের ইতিহাসের সফলতম পেসার সরে যাওয়ায় ‘স্পেশাল স্কিলস কনসালটেন্ট’ হিসেবে সাউদিকে দায়িত্ব দেয় ইসিবি। চলতি বছরের মে মাস থেকেই ইংলিশ পেসারদের সঙ্গে কাজ করছেন তিনি। অ্যাশেজ সিরিজেও ইংল্যান্ড দলের সঙ্গে যাবেন সাবেক কিউই পেসার। প্রথম টেস্টের পরই ‘চাকরি ছাড়বেন’ তিনি।

চলতি বছরের ২ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে আইএলটি-টোয়েন্টি। সংযুক্ত আরব আমিরাতের ওই টুর্নামেন্টে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলার কথা সাউদির। এজন্যই প্রথম টেস্টের পর পাওয়া যাবে না তাকে। যার ফলে নতুন কোচ নিয়োগ দিতে হচ্ছে ইংল্যান্ডকে। যেখানে অ্যাশেজ ও বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান কোচ সেকারকে দায়িত্ব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২১ নভেম্বর থেকে শুরু হবে অ্যাশেজ।

সিরিজ শুরুর আগেই কাজ শুরু করবেন সেকার। লায়ন্সের সঙ্গে প্রস্তুতি ম্যাচ ও প্রথম টেস্টে সাউদি ও সেকার দুজনই পেসারদের দেখভাল করবেন। পরবর্তীতে সাউদি চলে গেলে বাকি চার টেস্টে একাই দায়িত্ব সামলাবেন অস্ট্রেলিয়ান সেকার। সবশেষ কয়েক বছরে বিভিন্ন মেয়াদে ইংল্যান্ডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর।

২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ইংল্যান্ডের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন সেকার। ২০১০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ জিতেছিল ইংল্যান্ড। ওই সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। কয়েক বছরের বিরতি দিয়ে ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আবারও ফেরানো হয় ইংল্যান্ডের কোচিং স্টাফে। ওই বিশ্বকাপে শিরোপা ঘরে তোলে ইংলিশরা।

২০২৩ সালের অ্যাশেজ এবং ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপেও কাজ করেছিলেন সেকার। এবার আবারও ফিরলেন আরেকটি অ্যাশেজের আগে। ব্যক্তিগত কারণে দলের সঙ্গে নেই পল কলিংউড। অস্ট্রেলিয়া সফরেও ম্যাককালামের কোচিং স্টাফে দেখা যাবে না ইংল্যান্ডের সাবেক অধিনায়ককে।

আরো পড়ুন: ইংল্যান্ড